গে’ল বছরের ডিসেম্বর থেকে চীনের উহান থেকে প্রা’ণঘা’তী ক’রোনাভা’ইরাসে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫৪ লাখ ৭ হাজার ৮৪১৯ জন ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন। অপরদিকে মা’রা গেছেন ৩ লাখ ৪৪ হাজার ২৫ জন।বিশ্বব্যাপী প্রা’ণঘা’তী ক’রোনায় দিন দিন আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ক’রোনা রোধে কার্যকর কোনো ও’ষুধ আবি’ষ্কার হয়নি।
এ’দিকে, চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান গাও ফু জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ট্রায়াল শেষ না হলেও একদল মানুষকে তারা ক’রোনাভা’ইরাসেের ভ্যাকসিন দিতে চান।চীনে এখন পর্যন্ত মোট পাঁচটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের কথা শোনা গেছে।
দে’শটিতে ম’হামা’রী নিয়ন্ত্রণে আসায় ভ্যাকসিনের ট্রায়াল শেষ করা নিয়ে চিন্তা বাড়ছে সেখানকার বিজ্ঞানীদের।বেইজিং ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির একটি ভ্যাকসিন প্রথম ধাপের ট্রায়ালে কার্যকর প্রমাণিত হয়েছে।
কি’ন্তু বাকি আছে আরও দুটি ধাপ। রো’গ নিয়ন্ত্রণে আসায় শেষ ধাপের ট্রায়ালের ফলাফল বোঝা কঠিন হতে পারে।চীন মূলত এই চিন্তা থেকে আগেভাগে ট্রায়ালের বাইরে ভ্যাকসিন দেওয়া শুরু করবে।