স’রকারি ছু’টি প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্তক বার্তার প্রতি স’রকারের ‘বৃ’দ্ধাঙ্গু’লি প্রদর্শন’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাস’চিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়ালি এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বি’এনপির জ্যে’ষ্ঠ যুগ্ম মহাস’চিব বলেন, ‘ছুটির নামে তথাকথিত লকডাউন তুলে নেয়ার পদক্ষেপের মাধ্যমে স’রকার কী প্রমাণ করতে চায়- ক’রোনার থেকে তারা শক্তিশালী?
এ’ই ছু’টি প্র’ত্যাহারের মাধ্যমে লাখ লাখ মানুষকে আ’ক্রান্তের দিকে ঠেলে দেয়া হলো। এটা স’রকারের সবচাইতে বড় আত্মঘা’তী সিদ্ধান্ত।’রুহুল কবির রিজভী বলেন, ‘এখনই উপযুক্ত সময় ছিল কিছুদিনের জন্য হার্ড-লকডাউন কার্যকর করে ব্যাপক জনগণকে টেস্টের আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।
কি’ন্তু স’রকার সেই পথে না গিয়ে হাঁটছে মৃ’ত্যুর মিছিল বাড়ানোর পথে।’বিএনপির এই নেতা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে অধিক সংখ্যক টেস্ট এবং ক’ঠোর লকডাউনের মাধ্যমে আ’ক্রান্ত ও মৃ’ত্যু নিয়ন্ত্রণে আনার পর লকডাউন শিথিল করেছে। আর বাংলাদেশে ক’রোনা সং’ক্র’মণ ও মৃ’ত্যুর ভীতিকর মাত্রায় প্রতিটি মানুষ যখন আ’তঙ্কিত-উৎকণ্ঠিত তখন ছুটির নামে তথাকথিত লকডাউন প্রত্যাহার করা হলো।’
ক’রোনা ম’হামা’রি মো’কাবিলায় স’রকারের ‘অপরিকল্পিত, দায়সারা ও দায়িত্বজ্ঞানহীন’ কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তিনি।