ত্রা’ণের চাল চু’রির খবর প্রথম দিকে আমি বিশ্বাস করতে চাই নাই৷ উন্নয়নের ঝলমলে জামার পকেট থেকে বা পকেট কে’টে এত টাকার নয়ছয় করার পর এই সামান্য খুদ-কুড়ো নিয়ে কারাই বা আগ্রহী হবে?
এ’ই দেশে বালিশ কিনলে টাকা,স’রকারের নীতিনির্ধারক বা পরামর্শক বলে দাবি করেন এরকম ব্যক্তিদের সঙ্গে মাঝে মধ্যে আমার দেখা-সাক্ষাৎ বা আলাপ-সালাপ হয়৷মাননীয় প্রধানমন্ত্রী অমুক খু’নি বা অ’পরাধী ধরার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন৷ বিসিবি প্রধান বলেন,কে খেলছেন কে খেলবেন না তার খবর সবসময় মাননীয় প্রধানমন্ত্রী রাখেন৷মন্ত্রী বা তথাকথিত ক্ষমতাধরদের৷
প্রশাসন বা পুলিশের বড় কর্তাদের এত টাকা আসছে কোথা থেকে?পরামর্শক মহোদয় এ পর্যায়ে মোটামুটিভাবে রেগে যান৷ বলতে থাকেন, আপনি জানেন, প্রশাসনে, পুলিশে,খোঁজ নিলে দেখবেন, তারাই এসব অঘটন ঘটাচ্ছে৷
রূপপুর বালিশ কাণ্ডের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সং’সদে এরকম কথা বলেছিলেন না?
স’ম্মতিসূচক নীরব থাকেন আমাদের তিনি৷তাই মনে করি, ১৩ বছর ক্ষমতায় না থাকলেও এই দেশে জামায়াত-বিএনপিই সবচেয়ে শক্তিশালী৷