ব’ঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য থাকায় বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৫ মে) সন্ধ্যায় দেয়া আবহাওয়া সতর্কবার্তায় এ সব তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
এ’র প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।ঝড়ে চাঁপাইনবাবগঞ্জের দুটি গ্রাম লণ্ডভণ্ড
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজে’লার রহনপুর ইউনিয়নের দুটি গ্রাম ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় আকস্মিক এই ঝড়ে বাড়িঘর, বিদ্যুতের খুঁটি, শতাধিক গাছ ও পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘ’টনাস্থলে কর্তব্যরত গোমস্তাপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান রেজাউল করিম রাতে জানান, ঝড়ে পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন কিলোমিটার জুড়ে রাস্তার উপর উপড়ে ও ভেঙ্গে পড়েছে গাছপালা। কাঁচাবাড়ী ঘর ভেঙ্গে পড়েছে, উড়ে গেছে টিনের ছাউনী। ঝড়ের পর থেকেই তারা গাছপালা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছেন।
গো’মস্তাপুর উপজে’লা নির্বাহী কর্মক’র্তা মো. মিজানুর রহমান জানান, ঝড়ে কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা সকাল ছাড়া বলা যাবে না। তবে বেশ কিছু গাছপালা, ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রাস্তা পরিষ্কার করছেন বলে জানান ইউএনও।