টা’না ল’কডাউনের ফলে গর্ভব’তী হতে পারেন ৭০ লাখ মহিলা!লকডা’উনে ফলে পৃথিবীতে ৭০ লাখ নতুন শি’শু জ’ন্মাতে পারে! এমনটাই বলছে রাষ্ট্রসংঘের রিপোর্ট।করো’না য় যেখানে সারা পৃথিবী জুড়ে মৃ’ত্যুমিছিল, সেখানে এই রিপোর্ট শুনে চ’মকে উঠলেন? রাষ্ট্রসংঘের রিপোর্টে উল্লেখ,
লকডাউনে জে’রে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও গর্ভবতী হতে পারেন পৃথিবীর ৭০ লাখ মহিলা।
অ’নেকে আবার যৌ’ন নিপীড়নেরও শি’কার হচ্ছেন। আর এসবের ফলেই পৃথিবীর ৭০ লাখ মহিলা নিজেদের অজান্তে বা অনিচ্ছায় গর্ভবতী হয়ে পড়তে পারেন।রাষ্ট্রসংঘের রিপোর্টে আরও বলা হয়েছে, মূলত নিম্ন ও মধ্যবিত্ত বাড়ির মহিলারাই এই প’রিস্থিতির সম্মু’খীন হবেন।প্রসঙ্গত, সারা পৃথিবী জুড়ে ১১৪টি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশে ৪৫০ মিলিয়ন মানে ৪৫ কোটি মহিলা বিভিন্ন ধ’রনের কনট্রাসেপ্টিভের ব্য়বহার করে থাকেন।
তা’ই এই লকডাউন পিরিয়ড ৬ মাসের বেশি সময় ধ’রে চললে, পৃথিবীর ৭০ লাখ মহিলা অনিচ্ছা সত্ত্বেও গর্ভবতী হয়ে পড়তে পারেন বলে মনে করছে রাষ্ট্রসংঘ। উল্লেখ্য, এর আগেই রিপোর্টে প্র’কাশ, লকডাউনের জে’রে গার্হস্থ্য হিংসার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে।
Nice