রা’জধানীর ও’পর দিয়ে বয়ে গেছে ঘণ্টায় ৭৮ থেকে ৮৩ কিলোমিটার বেগে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বিভিন্ন এলাকার গাছপালা। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।আবহাওয়া অফিস ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
যা’র ম’ধ্যে স’কালে মাত্র ৩ ঘণ্টায় রেকর্ড হয়েছে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ রেকর্ড। বুধবার (২৭ মে) ভোরে তীব্র গতিতে ঝড়টি আ’ঘাত হানে। উত্তর বঙ্গোপসাগরে বাতাসের চা’প বেশি থাকায় এই ঝড় হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ’কইসঙ্গে উ’পকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও আ’শঙ্কা করে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ করে শুরু হয় ঝড়।
এর’পর টা’না প্রায় আধা ঘণ্টা তুমুল বেগে ঝড়ো বাতাস ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর কমে আসে ঝড়ের বেগ।একই ধরনের ঝড় হয়েছে বুধবার (২৭ মে) ভোর সোয়া ৬টার দিকে। বাতাসের তোড়ে ঘুম ভাঙে অনেকের।
ম’ধ্যরাতের তুল’নায় ভো’রে বাতাসের গতিবেগ বেশি ছিল। ২০-২৫ মিনিট ধরে চলে তা’ণ্ডব। তবে ভোরে ঝড়ে তেমন বিদ্যুৎ চমকাতে দেখা যায়নি। তবে এসময় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হয়।