ছো’টপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সংসার ভে’ঙে গেছে। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের ৯ বছরের মাথায় তাদের দাম্পত্যজীবনের বিচ্ছেদ ঘটে। কিন্তু এই বিচ্ছেদের পেছনে কতিপয় সংবাদ পোর্টাল অভিনেত্রী তানজিন তিশার যোগসূত্র খুঁজছেন।সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এমন খবর ছড়ালেও বিভিন্নভাবে খোঁজ নিয়ে তানজিন তিশার সংশ্লিষ্টতা কোনোভাবেই পাওয়া যায়নি।
অ’বশেষে এ বি’ষয়ে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিশা।তিনি লিখেছেন, ‘আমি সাধারণত গুজবে সাড়া দেই না। তবে আজ আমি অনুভব করছি যে, কয়েকটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত চলমান গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নামটি ব্যাবহার করবেন না।
এ’তে আমারসহ শিল্পী এবং তার পরিবারের চলমান পরিস্থিতি আরও খা’রাপ হবে। আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে, কেউ আমার খ্যাতি কু’খ্যাতে ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করছে।’তিশা আরও বলেন, ‘দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না, যার কোনও সত্যতা নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যেন এই গুজবে আর ভাগ না বসিয়ে এবং ছড়িয়ে না দেন।
কা’রণ, ভুয়া খবর ছড়িয়ে দেয়াও একটি সাইবার অ’পরাধ।’গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিশা বলেন, ‘অনুরোধ করছি আপনাকে এই ধরনের ভিত্তিহীন গল্পে আমার নাম উল্লেখ না করার। যারা এই কাজটি চালিয়ে যাবেন তাদের আমার শেষ থেকেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’