গা’জীপুরের শ্রীপু’রে এক কি’শোরীকে ধ’র্ষণ ও ধ’র্ষণের ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়ায় দুই কিশোরের বি’রুদ্ধে মা’মলা হয়েছে।
মঙ্গ’লবার রাতে কি’শোরীর বাবা অভিযোগ দা’য়ের করলে পরে তা মা’মলা হিসেবে রুজু করে শ্রীপুর থানা পুলিশ।বুধবার দুপুরে উপজে’লার বরমী গ্রামে অ’ভিযান চা’লিয়ে ধ’র্ষণে অ’ভিযুক্ত কিশোরকে গ্রে’ফতার করেছে পুলিশ।
গা’জীপুর জে’লা পু’লিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মামুন বি’ষয়টি নিশ্চিত করেছেন।কি’শোরীর স্বজনরা জানান, পাশাপাশি বাড়িতে ভাড়া থাকার সুবাদে এক কিশোরের সঙ্গে ওই কি’শোরীর পরিচয় হয়। গত ১১ মে বাড়ি ফাঁকা থাকায় কি’শোরীকে ফুসলিয়ে ডেকে নিয়ে যায় অ’ভিযুক্ত ১৪ বছর বয়সী ওই কিশোর। পরে কি’শোরীকে সে ধ’র্ষণ করে।
তা’র স’ঙ্গে থাকা ১৫ বছর বয়সী আরেক কিশোর মুঠোফোনে ধ’র্ষণের ভিডিও ধারণ করে। ধ’র্ষণের এ ঘটনা কাউকে বললে ভিডিও প্রচারের ভ’য় দেখানো হয়।পরে গত মঙ্গলবার (২৬ মে) রাতে ১৪ বছর বয়সী ওই কিশোর ফেসবুকে ধ’র্ষণের ওই ভিডিও ছড়িয়ে দিলে বি’ষয়টি জানাজানি হয়।
এ’তে বা’ড়ির মা’লিক পুলিশে খবর দেন।এ বি’ষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কি’শোরীর বাবার আবেদনের প্রেক্ষিত্রে রাতেই শ্রীপুর থানায় মা’মলা দা’য়ের হয়েছে।
গা’জীপুর জে’লা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মামুন জানান, মা’মলা দা’য়েরের পর থেকেই পুলিশের একাধিক টিম অ’ভিযুক্ত কিশোরকে গ্রে’ফতারে মাঠে নামে। পরে গো’পন সংবাদে উপজে’লার বরমী গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে অ’ভিযান চা’লিয়ে ওই কিশোরকে গ্রে’ফতার করা হয়।
অ’পরজনকেও গ্রে’ফতারের চেষ্টা চলছে।