যুক্তরাষ্ট্রের বি’খ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির নতুন একটি জুতোর লোগো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আরবি অক্ষরে হুবহু ‘আল্লাহ’-এর মতো দেখাচ্ছে।এই ঘটনায় জুতোটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য বিশ্বের মু’সলিমরা দাবি জানিয়েছেন।
এ ঘ’টনাকে শা’স্তিযোগ্য অ’পরাধ ও ধর্মীয় অনুভূতিতে আ’ঘাতের অভিযোগ এনে পিটিশন চালু করেছেন সাইগা নোরিন নামের এক নারী। পিটিশন চালুর কয়েক ঘণ্টার মধ্যেই ৬ হাজার ব্যক্তি এতে স্বাক্ষর করেছেন।নাইকির যে জুতোর বি’রুদ্ধে মু’সলিমরা বি’ক্ষো’ভ করছেন সেটা সম্প্রতি বাজারে আসা ট্রেইনার মডেলের নাইকি এয়ার ম্যাক্স ২৭০।
মু’সলিম ক্রেতা সাইকা নোরিন জুতায় এই নকশাকে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা বলে মনে করেন।১৫ হাজার স্বাক্ষরের লক্ষ্য নিয়ে চালু হওয়া পিটিশনটিতে ১২৫০০ জন স্বাক্ষর করেছেন।
অ’নেকেই টুইটারে নাইকি’র বি’রুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছেন।নাইকির প্রতিনিধি বলেন, এটা এয়ার ম্যাক্সের ব্র্যান্ডকে তুলে ধরার জন্যই ব্যবহার করা হয়েছে। এর অন্য কোনও অর্থ বা প্রতীকী গুরুত্ব সচেতনভাবে তুলে ধরা হয়নি।