বৈ’শ্বিক মহামারিতে ক্ষ’তিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিজেদের প্রিয় স্মৃতিগুলো নিলামে তুলে পাওয়া অর্থ ব্যয় করছেন দুর্গত মানুষের জন্য। অসহায়দের পাশে দাঁড়ানো সেসব মানুষের কাতারে রয়েছেন কবি, শিল্পী, ক্রিকেটারসহ আরো অনেকে।এগিয়ে এসেছেন সংগীতশিল্পীরাও।
সং’গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান নিজের কিছু স্মারক গত ২৭ এপ্রিল ফেসবুকে নিলামে তুলে সাড়ে সাত লাখ টাকা সংগ্রহ করেন। নিলামের প্যাকেজে ছিল তাহসানের ‘কথোপকথন’ শীর্ষক প্রথম একক অ্যালবামের মাস্টার ডিএটি (ডিজিটাল অডিও টেপ) কপি, জনপ্রিয় ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিকস।
নি’লাম থেকে পাওয়া অর্থ ব্র্যাকের মাধ্যমে দুর্গতদের সহায়তায় প্রদান করা হচ্ছে। এ অনুদান দিয়ে মোট পাঁচ হাজার পরিবারকে দুই সপ্তাহ খাবার বিতরণ করা হবে। দেশের ক্রিকেট তারকারাও নিজেদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করছেন দুর্গতের স্বার্থে। সাকিব আল হাসান প্রিয় ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করে ওই অর্থ দান করেছেন করোনা দুর্গতদের সহায়তায়।
মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তোলা হলে গত শুক্রবার রাতে সেটা ১৬ লাখ ৮০ হাজার টাকায় (২০ হাজার ডলার) কিনে নেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। মুশফিকুর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন ওই ব্যাট দিয়ে।২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত প্রিয় জার্সি ও বুট।
নি’জের প্রিয় জিনিস নিলামে তুলে করোনা দুর্গদের সহায়তায় অংশ নিতে চান সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিনও।