ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সেনবাগের পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নে নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান।
এরই মধ্যে সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামে ৩ জন,এরা হলেন- আবু নাছের,মাহমুদা আক্তার ও নুর নবী।
৬নং কাবিলপুর ইউনিয়নের উঃ শাহাপুর গ্রামের ৪ জন,এরা হলেন- সহিদ উল্যা,মোজাম্মেল হোসেন,শামছুন নাহার,শারমিন আক্তার। ১নং ছাতারপাইয়া ইউপি’র পূর্ব ছাতারপাইয়া গ্রামে ২ জন। এরা হলেন- সাইফুল ইসলাম,আবদুল মন্নান।
৪নং কাদরা ইউপি’র তাহেরপুর গ্রামে ১ জন মমিনুল আলম।
এ নিয়ে সেনবাগে সর্বমোট ২৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি গুলো লকডাউনের প্রক্রিয়া চলছে।