মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভীরে পা ফেলার যায়গা নেই। নদী পারাপার হতে সাধারণ মানুষের মধ্যে সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রেখে চলার কোনও আলামত দেখা যায়নি।
সোমবার এই ঘা’টে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করে ট্রাক পিকআপ প্রাইভেটকার অথবা মোটরসাইকেলে দালালদের মাধ্যমে গন্তব্যেে পৌঁছাতে হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের। আর এই ভোগান্তিকে পুঁজি করে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে একশ্রেণীর দালালেরা।
মূূ’লত ঘাট এখন দালালদেরই দখলে রয়েছে। আর এসব কিছুই ঘটছে, ঘাটে কর্মরত প্রশাসনের সামনে দিয়েই।যাত্রীদের অভিযোগ ভাড়ার বিষয়ে দায়িত্বরত প্রশাসন একেবারেই নিশ্চুপ অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
ক’রোনায় দীর্ঘদিন কর্মহীন থাকা মানুষদের শেষ সম্বল গুলো বাড়তি ভাড়া দিয়েই শেষ হয়ে যাচ্ছে, এজন্য প্রশাসনের কাছে অতি দ্রুত এই ভাড়া বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।