ক’রোনাভাইরাসেের উপস্থিতি পাওয়া গেছে এবার পুরুষের শুক্রাণুতে। তবে যৌ’ন সম্পর্কের মাধ্যমে এই ভাই’রাসের সং’ক্র’মণ হবে কি না সেটি নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা।
ও’ই গবেষণায় চীনের শাংকিউ মিউনিসিপ্যাল হাসপাতালে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চিকিৎসা নেয়া ১৫ থেকে ৫০ বছরের মধ্যে ৩৮ জন পুরুষের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে।
তা’দের মধ্যে ছয় জনের শুক্রাণুতে ক’রোনার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা, যার হার ১৬ শতাংশ। এদের এক-চতুর্থাংশই তখন মা’রাত্মক সং’ক্র’মণের পর্যায়ে ও প্রায় ৯ শতাংশ সেরে ওঠার পর্যায়ে ছিলেন বলে গবেষকরা জানান। এমনকি তাদের প্রসাব ও মলেও এই ভাই’রাসের উপস্থিতি পাওয়া গেছে।
চীনা গবেষক দলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, যদি প্রমাণ হয় যৌ’ন সম্পর্কের মাধ্যমে ক’রোনাভা’ইরাসে সংক্রমিত হয়, তা হলে এটি হবে এ ম’হামা’রির সবচেয়ে সং’কটপূর্ণ দিক।বেইজিংয়ে চাইনিজ পিপল লিবারেশন আ’র্মি জেনারেল হসপিটালের দিয়ানজেং লি ও তার সহকর্মীরা জানান, কোভিড-১৯ আ’ক্রান্ত রো’গীদের মধ্যে এমনকি সেরে ওঠার পর্যায়েও পুরুষের বীর্যের মধ্যে আমরা সার্স-সিওভি ২-এর অস্তিত্ব পেয়েছি।
পুরুষের প্র’জনন ব্যবস্থায় প্রতিস্থাপনে সক্ষম না হলেও ‘সেখানে পূর্ণ রো’গ প্রতিরোধ ক্ষমতা না থাকায় (প্রিভিলেজড ইমিউনিটি)’ ভাই’রাসটি টিকে থাকছে বলে তারা মনে করছেন।