ক’রোনা প’রিস্থিতির ম’ধ্যেই যুদ্ধের উত্তেজনা ছড়াচ্ছে ভারত ও চীন। সম্প্রতি ভারতের উত্তর সীমান্তের লাদাখে চীনের অগ্রযাত্রা ও বাড়তি সেনা মোতায়েনকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ’মন প’রিস্থিতিতে ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।বুধবার (২৭ মে) মোদি সরকারের সমালোচনা করে টুইটারে ইমরান লিখেছেন, প্রতিবেশি দেশগুলোর জন্য মোদি সরকার বিপজ্জনক হয়ে ওঠছে। এজন্য় ভারতের ‘উদ্ধত সম্প্রসারণের নীতি’কেই দায়ী করেছেন তিনি।
টুই’টারে পা’কিস্তানের প্র’ধানমন্ত্রী লিখেছেন, চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের উদ্ধত সম্প্রসারণের নীতি খানিকটা নাত্সির মতো, যা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য় বিপজ্জনক হয়ে উঠছে। নাগরিকত্ব আইনের মাধ্য়মে বাংলাদেশ, চীন, নেপাল সীমান্তে বিরোধ আর পাকিস্তানের জন্য় ফলস ফ্ল্য়াগ অপারেশন।
এ’র আ’গেও জ’ম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরোধিতায় নয়া দিল্লির সমালোচনা করেছিলেন ইমরান। আর এখনো দেশটির বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
২০১৭ সা’লে ডো’কলামে অচলাবস্থার পর সম্প্রতি পূর্ব লাদাখে প্য়াংগং সো এলাকায় মুখোমুখিভাবে অবস্থান করে ভারতীয় ও চীনা সেনা।
লা’দাখে অ’চলাবস্থা নিয়ে ভারত ও চীনের সামরিক বাহিনীর মধ্য়ে ৬ দফায় আলোচনার প্রয়াস চালানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।