আ’বারো একুশে পদক পাওয়া চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃ’ত্যুর গু’জব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বি’ষয়টি নিয়ে বরাবরের মতো ফের বিব্রত তার পরিবার। শুক্রবার (১৫ মে) বিকেল থেকেই ফেসবুকে তার মৃ’ত্যুর মিথ্যা খবর ছ’ড়িয়ে প’ড়ে।
ব’রেণ্য এই অভিনেতা বর্তমানে নিজ বাসাতেই আছেন এবং সু’স্থ আছেন।এ খবর নি’শ্চিত করে তার ভাই সালেহ জামান সেলিম সময় সংবাদকে বলেন, প্রতি রমজানেই ভাইয়ার (এটিএম শামসুজ্জামানের) মৃ’ত্যুর গু’জব ছড়ানো হয়।
তি’নি বলেন, এ পর্যন্ত আমা’র ভাইয়াকে কতবার মে’রে ফেলা হলো তা হয়তো হিসাব কারো কাছেই নেই। বিশেষ করে প্রতি রমজানে এই রকম মিথ্যা খবর বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে জামায়াত-শিবিরের বেশকিছু গ্রুফ থেকে মৃ’ত্যুর খবর ছড়ানো হয়। তিনি বর্তমানে ভালো আছেন এবং নিজ বাসাতেই আছেন।