গো’পালগঞ্জের মু’কসুদপুর উ’পজে’লার মোচনা ইউনিয়নের বামনিয়া গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন ধর্মপ্রা’ণ হিন্দু।
নি’য়মিত বি’ষ্ণু পূ’জা দিতেন সে। তিনি বিয়ে করে হিন্দু থেকে মু’সলিম হয়ে গেলেন।তপন বিশ্বাস নাম বদলে এখন নাম রেখেছে শাহ আলম মীনা। এ ঘটনায় পুরো মুকসুদপুর উপজে’লার মোচনায় চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
জা’না গে’ছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজে’লার মোচনা ইউনিয়নের তপন বিশ্বাসের সাথে একই গ্রামের বশার মীনার মেয়ে হাজেরা আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।একইদিন রাতে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মসজিদের ইমামের মাধ্যমে তাকে আবার কালেমা পাঠ করান।
এ স’ময় স্থানী’য়দের সাথে তাকে মু’সলিম হিসাবে পরিচয় করিয়ে দেন।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাজেরা আক্তার ও তপনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে উভ’য়ে বিয়ের সিদ্ধান্ত নেন। তাই সে হিন্দু ধর্ম ত্যাগে করে মু’সলিম ধর্ম গ্রহণ করেন।
এ বি’ষয়ে মো’চনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা বলেন, বি’ষয়টি মেয়ের বাবা ও তপন (নতুন নাম শাহ আলম মীনা) আমাকে অবগত করে।
আ’মি এ’লাকার গ’ণ্যমান্য ব্যক্তিদের সম্মতিক্রমে কাজী ডেকে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে দ্বিতীয়বারের মত তপনকে (শাহ আলম) মেয়ের বাবাকে হাজির রেখে ও তার সম্মতিক্রমে বিবাহর কাজ সম্পন্ন করি।