এ’ক কি’শোরীকে দীর্ঘদিন ধরে প্রেমে প্রস্তাব দিয়ে আসছিলো আমিনুল ইসলাম (১৮) নামে এক তরুণ। কিন্তু এতে সা’ড়া না দেওয়ায় অপর দুবন্ধুর সহ’যো’গিতায় ওই কি’শোরীকে (১৩) ধ’র্ষ’ণ করে খাগড়াছড়ির জে’লা সদরের ভূয়াছড়ির নতুন বাজার এলাকার সুরুজ আলীর ছেলে আমিনুল।
দু’পুরে এ ঘ’টনা’র অ’ভিযো’গ পাওয়া যায়। পরে সোমবার রাতেই অ’ভিযু’ক্ত তিনজনকে আ’টক করে পু’লিশ।আট’ক বাকী দুজন হলো- ভূয়াছড়ির নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে আল আমিন (১৭) ও কামাল হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (১৬)। পেশায় তিনজন ফার্নিচার শ্র’মিক বলে জানা গেছে।
ওই কি’শোরী স্থা’নীয় এ’কটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যায়নরত।কি’শোরীর মামা কামাল হোসেন বলেন, সোমবার দুপুরে আমার ভাগ্নি বাড়ির পাশের জঙ্গলে ছাগল চড়াতে যায়। এসময় তাকে এ’কা পে’য়ে আল আমিন এবং কামালের সহ’যো’গিতায় আমিনুল তাকে ধ’ষ’র্ণ করে পা’লিয়ে যায়।
পরে বি’ষয়টি আ’মরা পু’লি’শকে অব’হিত করি। আমিনুল দীর্ঘদিন ধরে আমার ভাগ্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু এতে সে রাজী না হওয়ায় এ ঘট’না ঘটি’য়েছে।
খা’গড়াছড়ি সদর থা’নার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ও’সি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, এ ঘট’নায় কি’শোরী বা’দী হয়ে আট’কদের বিরু’দ্ধে মা’মলা দা’য়ে’রের প্রস্তুতি নিচ্ছে। তাদের আ’দাল’তের মাধ্যমে কা’রাগা’রে পাঠানো হবে।