ঝা’লকাঠির কাঁঠালিয়া উপজে’লায় এক কলেজছাত্রীকে আ’টকে রেখে গণধ’র্ষণের পর অভি’ভাবকের কা’ছে মু’ক্তিপণ দাবি করেছে ব’খাটেরা।বৃহ’স্পতিবার (২৮ মে) রাতে উপজে’লার পাটিখালঘাটা ইউনিয়নের মাঝেরপুল এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উ’দ্ধার করে পুলিশ।
এ’কই স’ঙ্গে এ ঘটনায় জ’ড়িত দুই নারীসহ ছয়জনকে গ্রে’ফতার করা হয়। রাতেই নি’র্যাতনের শি’কার কলেজছাত্রী বা’দী হয়ে ১০ জনকে আ’সামি করে মা’মলা করেন।শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ক’লেজছাত্রীকে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়।
ভু’ক্তভোগী পি’রোজপুরের নাজিরপুর উপজে’লার বৈঠাকা’টা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।পুলিশ জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজে’লার রিমন হাওলাদার তান’ভীরের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ক’লেজছাত্রীর। প’রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।
২৬ মে তা’নভীর তার বন্ধু রায়হানকে নিয়ে নাজিরপুরে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যায়। প্রথম দেখার দিনই মোটরসাইকেলযোগে কলেজছাত্রীকে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে যাচ্ছিল তানভীর ও তার বন্ধু।পথিমধ্যে কাঁঠালিয়া উপজে’লার পাটিখালঘাটা ইউনিয়নের মাঝেরপুল এ’লাকায় ব’খাটে রিপন জমাদ্দার, আফজাল ও রাকিবসহ কয়েকজন যু’বক তা’নভীর, তার প্রেমিকা এবং বন্ধুকে আ’টক করে।
এ সময় তা’দের কাছ থে’কে মোবাইল ও টাকা ছি’নিয়ে নেয় তারা। পরে ওই ছাত্রীকে পাশের বাগানে নিয়ে গণধ’র্ষণ করে তারা।পরে তিনজনকে স্থানীয় হোসনেয়ারা বেগমের ঘরে তিনদিন ধরে আ’টকে রেখে অভিভাবকদের কাছে ৫০ হাজার টাকা করে মু’ক্তিপণ দাবি করা হয়।
তানভীরের অ’ভিভাবক বৃ’হস্পতিবার রাতে মু’ক্তিপণের ৩০ হাজার টাকা ব’খাটেদের হাতে তুলে দিতে যান। এ সময় স্থানীয় জনতার সহায়তায় ব’খাটে রিপন জমাদ্দারকে আ’টক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হোসনেয়ারা বেগম, তার মেয়ে, ব’খাটে আ’ক্কাস, বেল্লাল ও রাকিবকে গ্রে’ফতার করা হয়।
কাঁ’ঠালিয়া থা’না পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলে’ন, কলেজছাত্রী, তার প্রেমিক তানভীর ও বন্ধু রা’য়হানকে উ’দ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রে’ফতার করে জি’জ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে তারা।