বগুড়ার শেরপুরে সরকারি ডিজে মডেল হাই স্কুল এর এসএসসি-৯৯ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় বিদ্যালয় প্রঙ্গনে হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা এবং নগদ অর্থ প্রদান করা হয়।
এ’ই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারী ডিজে মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব।মোট ১১০ জন উপকারভোগীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, পিয়াঁজ, আলু, লবন, সাবান প্রভৃতি।
ন’গদ অর্থ প্রদান করা হয় ঔষধ ও শিশু খাদ্য ক্রয় করার জন্য।প্রধান অতিথি তার বক্তব্যে আয়োজকদের এই মানবিক সাহায্য প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদের এই ধরণের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এ’সময় শেরপুর সরকারী ডিজে মডেল হাই স্কুল এর এসএসসি-৯৯ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ, লায়ন, লেলিন, মাহবুব, রবিন, সজীব, সোহেল, বুলবুল, জাকির, ফারুক, ইন্দ্রজিত, মানিক, রাজিব, রজব, এ্যাড. সোহেল, এ্যানারজি, সুমন, হিটলার, ডাঃ জাফর, কামাল প্রমূখ।