ঋ’ষির অকাল মৃ’ত্যু এখনও মেনে নিতে পারছে না বলিউড। এমনকি, কাপুর পরিবারও এই শোক কাটিয়ে উঠতে পারেনি। ঋষির মৃ’ত্যুর ১৫ দিন না যেতেই আলোচনায় রণবীর।শোনা যায়, অনেক দিন থেকেই নাকি রণবীরের সঙ্গে ওই ফ্ল্যাটে যাতায়াত করেন আলিয়া ভাট। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।সেই সূত্র ধরেই এবার রণবীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হল নতুন শোরগোল।
স’মালোচকরা রীতিমতো রণবীরকে সাজেশন দেওয়া শুরু করলেন।তাদের কথায়, ঋষি এখন নেই। মা নিতু কাপুর এখন একেবারেই একা। তাই ফ্ল্যাট ছেড়ে তোমার পুরনো বাড়িতে মায়ের কাছে ফিরে আসাই উচিত।
অ’নেকে আবার রণবীরকে বলেছেন, কিছুদিন আলিয়ার থেকেও দূরে থাকতে। তবে এই সব ট্রোল নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না রণবীর।