কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি’র সৌজন্যে বেসরকারী ক্লিনিকের পিয়ন,আয়া,পরিছন্নতা কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম এর ছোট বোন, ১৬২ কিশোরগঞ্জ-০১(সদর-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি’র সৌজন্যে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারী ক্লিনিকের ৫০ জন পিয়ন,আয়া ও পরিছন্নতা কর্মীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে বেসরকারী ক্লিনিকে কর্মরত নিম্ন আয়ের মানুষজন তথা পিয়ন,আয়া ও পরিছন্নতা কর্মীরা খাদ্য সহায়তা পেয়ে মাননীয় সাংসদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।