ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজে’লার ধরুণ নামক এলাকায় পিক’আপ খাদে পড়ে গিয়ে বড় ভাইয়ের সামনে তার এক ছোট ভাইয়ের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে।তাদের সাথে থাকা আ’হত হয়েছেন আরো ৫ জন। নি’হত
কি’শোর বগুড়া শেরপুর উপজে’লার বাসিন্দা শানু হায়দারের ছে’লে বিমল হায়দার (১৯), আ’হত হয়েছেন
তার বড় ভাই রাবন হায়দার (৪৫)।এছাড়াও বগুড়া রানার হাট দেওয়া পাড়া এলাকার আক্তার আলীর ছে’লে ওম’র আলী (৫০) একই এলাকার বিনোদ
কর্মকারের ছে’লে বিজয় ক’র্ম’কার (৪০), শেওড়া এলাকার জয়লাল মিয়ার ছে’লে আমিনুল ইস’লাম (৩৫), নাটোর শিং’ড়া উপজে’লার বিজয় কর্মকারের ছে’লে হৃদয় কর্মকার (২০) তার
বড় ভাই সৌম্য কর্মকার (২৫) গুরুত্বর আ’হত হয়।মঙ্গলবার (১৯ মে) দুপুর ২ টায় মহাসড়কের ওই এলাকায় এই ম’র্মা’ন্তিক দুর্ঘ’টনা ঘটে। এ দুর্ঘ’টনার খবর পেয়ে
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. সফিকুল ইস’লামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নি’হত ও আ’হতদের উ’দ্ধার করেন।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. সফিকুল ইস’লাম
বিডি২৪লাইভকে জানান, মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ
মহাড়কের ধরুণ নামক এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের ৩০ ফুট দূরে পড়ে যায়।এতে ঘটনাস্থলে এক কি’শোর নি’হত হয়।
আ’হত হয় তার বড় ভাইসহ ৫ জন। পরে আ’হতদের উ’দ্ধার করে ফা’য়ার সা’র্ভিসের এ্যা’ম্বুলেন্স
যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতা’লে পাঠানো হয় ও নি’হতদের ম’রদেহ হাইওয়ে পু’লিশের কাছে হস্তান্তর করা হয়।