কু’মিল্লা সদর দক্ষিণ উপজে’লার জোড়কানন পূর্ব ইউনিয়নের কুড়িয়াপরা গ্রামে সোমবার এশার নামাজের পর-প’রকীয়া প্রেমে বাঁ’ধা দেওয়াকে কেন্দ্র করে ইয়াছিন নামের এক রাজ মিস্ত্রিকে ছু’রিকাঘাতে হ’ত্যা করেছে স’ন্ত্রা’সীরা। মঙ্গলবার (১৯ মে) সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন।
স্থা’নীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজে’লার কুড়িয়াপরা এলাকার মা’দকাসক্ত শাহজাহান প্রায়ই স্থানীয় চা দোকানদার আব্দুল হান্নানের স্ত্রী জেসমিনের সাথে দেখা করতে তার বাড়িতে আসতো। এক পর্যায়ে জেসমিন ও শাহজাহানের মধ্যে প’রকীয়া সর্ম্পক তৈরি হয়।
এ’রই সূত্র ধরে গতকাল সোমবার কুড়িয়া পরা গ্রামের মিজান এশার নামাজ পরে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে আসলে-পূর্ব থেকে অপেক্ষায় থাকা মা’দকাসক্ত শাহজাহান তার ভাড়াটে ৪/৫ জন স’ন্ত্রা’সী নিয়ে অর্তকিত ভাবে হা’মলা চা’লায় মিজানের উপর। মিজানের আত্মচি’ৎকারে তার ছোট ভাই ইয়াছিন মিজানকে বাঁচাতে এগিয়ে আসে।মঙ্গলবার সকালে সদর দক্ষিণ থানার অফিসার ই’নচার্জ নজরুল ইসলাম হ’ত্যা’কা’ন্ডের কথা নিশ্চিত করে জানান, নি’হতের ভাই মা’মলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন- শাহজাহান নি’হত ইয়াছিনের বড় ভাবীর সাথে প’রকীয়া লিপ্ত ছিল।
প’রকীয়ায় বাঁ’ধা দেওয়া কে কেন্দ্র করে এ হ’ত্যা’কা’ন্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘা’তক শাহজাহানকে আ’টক করতে আমরা প্রচেষ্টা চালাচ্ছি।