চা’রদিকে চলছে ক’রোনা আ’তঙ্ক। ভারতেও ছড়িয়েছে এই মারণ ভাই’রাস।
ম’হামা’রির এই দুঃ’সময়ের মধ্যেও দেশটিতে ধ’র্ষণ যেন থেমে নেই।গতকালই দুই মেয়েকে ধ’র্ষণের অভিযোগ পাওয়া যায় এক পা’ষ’ণ্ড বাবার বি’রুদ্ধে। আর এবার জানা গেল মন্দিরে আ’টকে রেখে দুই নারীকে লাগাতার ধ’র্ষণের খবর।
এ’ই ঘটনায় এক পুরোহিতসহ দুজনকে গ্রে’প্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃ’তসরে।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নি’র্যাতিত ওই দুই নারী পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংকে নিজেদের দুরবস্থার কথা উল্লেখ করে একটি চিঠি লিখেছিলেন।
তা’র ভিত্তিতেই সোমবার অমৃ’তসরের লোপোকে থানার রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে হা’না দেয় পুলিশকর্মীরা।