ক’রো’নাভাই’রাসের কা’রণে আরোপ করা লকডাউনে মা’রাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ।চাকরি নেই, বেতন নেই, ফলে নিম্নআয়ের মানুষজন যেন দিশেহারা।এমন সময় অনেকেই বাড়িভাড়া পরিশোধ করতে পারছেন না।
আ’র বা’ড়িওয়ালারাও সে’ই দুর্বলতার সুযোগ নিতে ছাড়ছেন না।যু’ক্তরাষ্ট্র ও যু’ক্তরাজ্যে অনেকেই ভাড়াটের কাছে বাড়িভাড়ার বদলে সেক্স দাবি করছেন।তাহলে সে আমাকে বের করে দেবে। একাকী’ মা হিসেবে আমা’র কোনো বিকল্প ছিল না। আমি ঘরবাড়ি হারা হতে চাইনি।
’যু’ক্তরাষ্ট্র ও বৃ’টেনে বা’ড়িভাড়ার বদলে সেক্স দাবির বিষয়টি নতুন করে আলোচনার বিষয়বস্তুতে পরিনত হয়েছে এই লকডাউনে।অনলাইনে এমন বহু বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে, যৌ’ন সুবিধার বিনিময়ে ভাড়াবিহীন থাকতে দেওয়া হবে।করো’নাভাই’রাস মহামা’রিতে বিশ্বজুড়ে কোটি মানুষ তাদের চাকরি হারিয়েছেন।
কিং’বা আ’য় ক’মে গেছে।তিনি বলেন, এই লকডাউনের সময় চাকরিবাকরি ছাড়া মানুষজনকে যেকোনো মূল্যেই ঘরে থাকতে হবে। তাই এই সময়ে এই ধরণের ঘটনা আরও বাড়বে। তিনি বলেন, ‘কভিড-১৯ এর কারণে যু’ক্তরাজ্যজুড়ে অনেকেই আর্থিক সমস্যায় পড়েছেন।
ফ’লে স’ম্ভবত সব’চেয়ে খা’রাপ এই সময়েই অনেককেই ওই ধরণের সমঝোতায় যেতে হবে। অন্যথায় তাদের গৃহহীন হয়ে যেতে হবে।’এনএফএইচএ’র আইনজীবী উইলিয়ামস বলেন, অনেক নারীই বাড়িওয়ালাদের যৌ’ন নি’র্যাতনের ব্যাপারে মুখ খুলতে চান না, কারণ তাদের আশ’ঙ্কা হয়তো বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এসব বেশি ঘটে যখন নারীরা দারিদ্র্য সহ নানা ধরণের সমস্যার হন।
তি’নি আ’রও ব’লেন, বর্তমান পরিস্থিতিতে অ’ভিযোগ দায়ের করে, আর তা নিয়ে এগিয়ে যাওয়ার কাজ অ’ত্যন্ত কঠিন।যু’ক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য অ্যাডভোকেটস ফর হিউম্যান রাইটস-এর নারী অধিকার বিষয়ক আইনজীবী ক্যারিন লং বলেন, ভাড়ার বিনিময়ে যৌ’ন সুবিধা দিয়েছেন এমন অনেক নারী ইতিমধ্যেই ঝুঁ’কিতে আছেন।
এ’দের কে’উ কেউ হয়তো যৌ’ন মানবপাচারের শিকার। কেউ আবার আগে বন্দী ছিলেন বা জাতিগত সংখ্যালঘু। তিনি বলেন, ‘বিষয়টি তারা গো’পন রাখেন বা নীরবে সহ্য করতে চান।
তা’রা এ’ই বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে জানান না, কেননা অ’তীতে হয়তো এই কর্তৃপক্ষের সঙ্গে তার অ’ভিজ্ঞতা সুখকর ছিল না।’