মা’দকের টাকার জন্য মাকে মা’রধর ও হ’ত্যার চেষ্টার অভিযোগে করা মা’মলায় সেই ছেলেকে গ্রে’প্তার করেছে র্যা’ব। তার নাম মিল্লাত হোসেন। সোমবার ভোরে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে গ্রে’প্তার করা হয়।
স’কালে ঢাকা’টাইমসকে বি’ষয়টি নিশ্চিত করেছেন র্যা’ব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন। তার কাছ থেকে উ’দ্ধার করা হয়েছে একটি দেশীয় ওয়ানশুট্যার গান ও তিন রাউন্ড গু’লি।মেজর আরেফিন ঢাকা টাইমসকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল অ’ভিযুক্ত মিল্লাত বাড়ির দিকে আসছে।
কা’রণ দুইদিন আগেও সে বাড়িতে গিয়ে মাকে হু’মকি দিয়ে এসেছিল। এমন খবরে গভীর রাতে পান্থপথের পানি ভবনের সামনে (ফুটওভারের নিচে) নিরাপত্তা চৌকি বসানো হয়। নিরাপত্তা চৌকিতে প্রতিটি গাড়ি পরীক্ষা করা হচ্ছিল। এসময় দূর থেকে একজন বাইকার র্যা’বকে দেখে বাইক ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।
এ’তে আমাদের স’ন্দেহ হয়। কয়েকজন সদস্য দৌড়ে তাকে গ্রে’প্তার করে।’মা’মলার এজাহারে বলা হয়েছে, রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকায় থাকেন ওই নারী। স্বামী খান শাহাদাত হোসেন দুই বছর আগে মা’রা গেছেন।
এ’ক মেয়ে স’রকারি চাকরিজীবী। ছেলে মিল্লাত হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। স্কুলে পড়ার সময় অসৎ সঙ্গে মেলামেশার কারণে মা’দকাসক্ত হয়ে পড়ে। মা’দকের টাকার জন্য মাকে মা’রধর ও ঘরে ভা’ঙচুর করত। একাধিকবার তাকে মা’দক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু তাতেও সংশোধন হয়নি।
ব’রং বর্তমানে তার অ’ত্যাচারের মাত্রা বেড়েছে।র্যা’ব কর্মকর্তা মেজর আরেফিন বলেন, ‘যেহেতু আমরা তাকে খুঁজছিলাম তাই সে দিনে ঘোরাঘুরি কম করত। বিশেষ দরকারে রাতে বের হত।
স’বশেষ শুক্রবার রাতেও কয়েক মিনিটের জন্য বাসায় আসে মিল্লাত। এসময় মাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হু’মকি দেয়। না হলে মাকে হ’ত্যার হু’মকি দিয়ে চলে আসে।’