১৫ মা’র্চ থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বাংলাদেশ দলের সাবেক দুই
অধিনায়ক মোহাম্ম’দ আশরাফুল ও মাশরাফি বিন ম’র্তুজা দীর্ঘ ২০ বছর পর ডিপিএলে একই দলের খেলবেন।
এবারের ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন এই দুইজন। গত আসরের মত এই আসরেও দলের নেতৃত্বে থাকছেন না মাশরাফি।
দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ১৫ মা’র্চ থেকে শুরু হওয়া ডিপিএলের
এবারের আসর শেষ হবে আগামী ৮ মে।
সবগুলো দলের ১১ রাউন্ড শেষ হবে আগামী ২৭ এপ্রিল। এরপর সেখান থেকে সুপার লিগ খেলবে ছয়টি দল।
সুপার লিগে ৫ রাউন্ড করে ম্যাচ খেলবে দলগুলো।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব : মাশরাফি বিন মুর্তজা, ইম’রুল কায়েস, এবাদত হোসেন, সোহরাওয়ার্দী শুভ, সৈকত আলি, জিয়াউর রহমান, নাসির হোসেন, নুরুল
হাসান সোহান, তানভীর হায়দার, ইলিয়াস সানি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্ম’দ আশরাফুল, মো. আবদুল হালিম।