বাং’লাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় মাশরাফি বিন মুর্তজাকে। কিছুদিন আগেই অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন তিনি। মাশরাফি বিন মর্তুজার একটি ছেলে এবং একটি মেয়ে। আর বড় মেয়েকে কোরআনের হাফেজ করছেন মাশরাফি বিন মুর্তজা।
গ’তকাল তামিম ইকবালের ফেসবুক লাইভ শোতে হঠাৎ করেই আসেন মাশরাফি বিন মুর্তজা বড় মেয়ের হুমাইয়ারা বিন মুর্তজা। এসময় মাশরাফি জানান মেয়েকে কুরআনের হাফেজ পড়তে চান তিনি। ইতিমধ্যেই এই বি’ষয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন মাশরাফি বিন মোর্তজার মেয়ে।
উ’ল্লেখ্য, এর আগে একটি কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় সুমিষ্ট তেলওয়াতের জন্য প্রথম হবার গৌরব অর্জন করেন মাশরাফি কন্যা হুমাইরা।