বুধবার , ১৩ মে ২০২০ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

মে’য়রের চেয়ারে আজ ব’সছেন আতিক, শ‌’নিবার তা’পস।

প্রতিবেদক
aasohan
মে ১৩, ২০২০ ৮:৩১ পূর্বাহ্ণ

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশন (ডিএন‌সি‌সি) নির্বাচ‌নে ভোটে জিতে দ্বিতীয় মেয়া‌দে আজ মেয়র হি‌সে‌বে দায়িত্ব নিচ্ছেন আতিকুল ইসলাম আতিক। আর আগামী শ‌নিবার দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রথমবা‌রের মত মেয়রের চেয়া‌রে বস‌তে যাচ্ছেন শেখ ফজলে নূর তাপস। দুই সি‌টি‌তেই আওয়ামী লী‌গের নৌকা প্রতীক নি‌য়ে জয় লাভ করেন তারা।

গ’ত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে মেয়র হি‌সে‌বে শপথ নেন এ দুই জনপ্রতি‌নি‌ধি।ডিএন‌সি‌সি এবং ডিএসসিসি নি‌শ্চিত ক‌রে‌ছে, বুধবার দুপুর ১২ টায় দায়িত্ব নেবেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এরপরই তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন ভার্চুয়াল মাধ্যমে। আর ১৬ মে শ‌নিবার দুপুরের দিকে দায়িত্ব নেবেন দক্ষিণের মেয়র শেখ তাপস।

ক‌’রোনা ভাই’রাসের কার‌ণে পৃথকভাবে দুই মেয়রের দায়িত্ব গ্রহণের বি’ষয়ে তেমন কোন আনুষ্ঠানিকতা করা হচ্ছেনা।সি‌টি ক‌র্পোরেশন আইন অনুযায়ী, নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর করপোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দা‌য়িত্ব নি‌তে পা‌রেন না। আইনগত জ‌টিলতার কার‌ণে দুই সি‌টি‌র দা‌য়িত্ব বন্টন হ‌তে সময়ক্ষেপণ হ‌য়ে‌ছে।

আ’রেক আইনে র‌য়ে‌ছে, করপোরেশনের মেয়াদ সে‌টি গঠিত হবার পর সে‌টির প্রথম সভা অনুষ্ঠিত হবার তারিখ থেকে পাঁচ বৎসর হবে। সে হি‌সে‌বে ডিএসসিসির চলমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে। ২০১৫ সালের ১৬ মে মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে প্রথম বোর্ড সভা হয়। ওই দিনই দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ ফজলে নূরতাপসএদি‌কে ম’হামা’রি ক‌রোনাভাইরা‌সের প্রাদুর্ভা‌ব এবং ডেঙ্গু কালীন সম‌য়ে দুই সি‌টি‌তে দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন নগর‌পিতারা।

এ’ছাড়া নির্বাচনী ইস‌তেহা‌রের চ্যা‌লেঞ্জ তো র‌য়ে‌ছেই।নিজেকে প্রস্তুত করতে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন দ‌ক্ষি‌ণের নির্বা‌চিত মেয়র শেখ ফজ‌লে নূর তাপস। অনুষ্ঠেয় ডিএসসিসি নির্বাচনের আগে জনগণকে দেয়া তার নির্বাচনী ইসতেহারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে চুড়ান্ত পরিকল্পনা প্রণয়নের কাজ করছেন। এরই মধ্যে কর্মপরিকল্পনা নিয়ে স্টাডি শুরু করেছেন তিনি।এ প্রস‌ঙ্গে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর তারেক শিকদার জানান, বিশ্ব ম’হামা’রির পরিবর্ধিত পরিস্থিতিতে আগামী ১৬ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে যাচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ন’গরবাসীর সেবা দানের জন্য তার নির্বাচনী ইসতেহারে যে বি’ষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোসহ বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সে বি’ষয়টি নিয়ে পরিকল্পনা প্রণয়ন করছেন। এসব বি’ষয় নিয়ে তিনি বেশ কিছু দিন ধরে কাজ করছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি তার কার্যাবলী শুরু করবেন।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট

ডিএলআরসি জামীল কর্তৃক চরফ্যাশন উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন

টে’কনাফে হত্যাসহ ৬ মামলার পলাতক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নি’হত।

কিশোরগঞ্জে ঈসা খাঁনের স্মৃতিজড়িত জঙ্গলবাড়ি ডিজিটাল সার্ভে সম্পাদন

যে কারণে ওমান থেকে ৭ লক্ষাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে

নোয়াখালীতে করোনা আপডেট – নতুন ৩৬,সুস্থ ২১, মৃত্যু ১ জন

নায়িকার প্রেমে পড়েছিলেন সাহেদ, ভে’ঙেছেন ২ তারকার সংসার।

১১৯ বছরের বৃদ্ধ জোবেদ আলী এখনও খালি চোখে কোরআন শরীফ ও পত্রিকা পড়েন

মিটার প্রতি সরকারি মুল্যের ১০ গুণ বেশি টাকা নিচ্ছেন পবিস টিকাদার

আমার টাহাও গেল, চাউলও গেল, গরীব মানুষ এহন খামুকি স্যার, বিস্তারিত পড়ুন।

পদ্মা সেতুর টোল আদায় কার্যক্রমের নিয়োগ প্রস্তাব অনুমোদন।