বৃহস্পতিবার , ২১ মে ২০২০ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

যে’সব বলি’উড নায়িকা স্বা’মীদের চেয়েও ধ’নী….

প্রতিবেদক
aasohan
মে ২১, ২০২০ ৭:১১ অপরাহ্ণ

পুরুষ মানেই বেশি রো’জগার করবে, আর নারী মানেই পিছিয়ে থাকবে, এই ধারণা অনেক আগেই অচল হয়ে

গেছে।বিভিন্ন সে’ক্টরে কাজ করা নারীরা তাদের পু’রুষ জীব’নসঙ্গীর চেয়ে বেশি আয় করছেন। বলিউডও এর ব্যতিক্রম নয়। বহু বলিউড

 

 

অ’ভিনেত্রীর পারিশ্রমিক এবং মোট সম্পত্তি তাদের স্বামীদের তুলনায় বেশি। জেনে নেওয়া যাক সেই নায়িকাদের স’ম্পর্কে :ঐশ্বরিয়া রাই- অ’ভিষেক বচ্চন: বলিউড অ’ভিনেত্রীদের মধ্যে সবেচেয় বেশি পারিশ্রমিক যারা পান, ঐশ্বরিয়া তাদের অন্যতম। অ”জস্র

ব্র্যা’ন্ডের অ্যাম্বাসাডর ঐশ্বরিয়া। পেয়েছেন দেশ-বিদেশের একাধিক সম্মান।ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ কিন্তু স্বামী অ’ভিষেক বচ্চনের চেয়ে বেশি। বার্ষিক আয়ের ক্ষেত্রেও এগিয়ে অ্যাশই। অ’ভিষেক বচ্চনের সিনেমায় সাফল্য হাতে গোনা।

 

যদিও তিনি বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। প্রো-কবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থারের মালিক তিনি। সব মিলিয়েও ব্যক্তিগত সম্পত্তির ভিত্তিতে ঐ’শ্বরিয়া (২৫৩ কোটি) অনেকটাই এগিয়ে অ’ভিষেকের (২০৬ কোটি) চেয়ে।কারিনা কাপুর-সাইফ আলী খান: কারিনা কাপুরের সঙ্গে তার স্বামী নবাব সাইফ আলী খানের পারিশ্রমিকের অনেক ফারাক রয়েছে। বার্ষিক আয়েও খানিকটা এগিয়ে কারিনা। বক্স অফিসে বহু দিন সাফল্যের মুখ দেখেননি সাইফ। কারিনার সম্পত্তির পরিমাণ প্রায় ৪৩২ কোটি,

 

 

 

 

 

সাইফের ক্ষেত্রে তা ২৮২ কোটি।মালাইকা অরোরা ও আরবাজ খান : এই দুই তারকার দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে ঠিকই। তবে দুই দশকেরও কাছাকাছি সময় তারা এক সঙ্গে ঘর করেছেন। সেই সময় থেকেই ‘ছাইয়া ছাইয়া’ গার্লের পারিশ্রমিক কিন্তু আরবাজের তুলনায় অনেকটাই বেশি। মালাইকার সম্পত্তির পরিমাণ ৭১ কোটি রুপি। আরবাজেরও কাছাকাছি। তবে সাফল্যের দিকে থেকে মালাইকাকেই হাজার গুণ এগিয়ে রেখেছেন সমালোচকরা।বিপাশা বসু- করণ সিং গ্রোভা’র:

 

 

বলিউডের বাঙালি গার্ল বিপাশা সাত পাকে বাঁ’ধা পড়েছেন করণ সিং গ্রোভা’রের সঙ্গে। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ করণ, কিন্তু বিপাশার জনপ্রিয়তার ধারেকাছেও নেই তিনি। বিপাশার সম্পত্তির পরিমাণ ১০০ কোটি রুপির উপরে, আর করণের সম্পত্তির পরিমাণ ১৩ কোটি রুপির কাছাকাছি। এ নিয়ে দুই জনের মনোমালিন্যের গুঞ্জনও রয়েছে বলিউডে।হেমা মালিনী ও ধ’র্মেন্দ্র : তাদের যুগে দুই জনেই অসম্ভব জনপ্রিয় ছিলেন। ‘ড্রি’ম গার্ল’

 

 

হেমা’র জনপ্রিয়তা ধ’র্মেন্দ্রের চেয়ে অনেক বেশি ছিল। ক্যারিয়ারের শেষের দিকে হেমা’র পারিশ্রমিকও ছিল বেশি। বর্তমানে আয়ের ভিত্তিতে সম্পত্তির পরিমাণ ধরলে হেমাই এগিয়ে থাকবেন। বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও তিনি।দীপিকা পাডুকোন- রণবীর সিং :

 

 

বলিউডের বর্তমানের হট কাপল রণবীর আর দীপিকা সম্প্রতি বিয়ে করেছেন। সেই সঙ্গে দুজনেই ব’ক্স অফিসে একে অ’পরকে টেক্কা দিয়ে যাচ্ছেন। কিন্তু বা’র্ষিক আয় বা পারিশ্রমিক বা মোট স’ম্প’ত্তির ভিত্তিতে কে এগিয়ে নাকি দীপিকাই! রণবীরের চেয়ে দীপিকার মোট ‘স’ম্প’ত্তির পরিমাণ নাকি ৭ কোটি রুপি বেশি।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট

কিশোরগঞ্জে অসহায় ও গরিব শীতার্তদের মাঝে সার্কেল এইচ এস সি-৯৮ ব্যাচ ভিত্তিক গ্রুপের কম্বল বিতরণ

প্লাজমা দিয়েও করোনা রোগীদের পাশে কিশোরগঞ্জ জেলা পুলিশ

বয় ফ্রেন্ড এর সাথে পালিয়ে এসেছি বিয়ে করার জন্য ; ৪র্থ শ্রেণীর ছাত্রী

মায়ের সামনে প্রতিনিয়ত নিজের ২ মেয়েকে ধ’র্ষ’ণ।

‘কোরবানির পশু’ জাপান গার্ডেন সিটিতে ঢুকতে দেওয়া হবে না: আলেমদের তীব্র প্রতিবাদ।

অ’বশেষে সুখবর- বি’কাশের মা’ধ্যমে যাদের কে দেওয়া হবে এই স’রকারি টাকা।

তা’মাক পাতা থেকে ক’রোনার ভ্যাকসিন তৈরির দাবি ব্রিটিশ-আমেরিকান টো’বাকোর।

ক’রোনা চিকিৎসায় হা’ইড্রক্সিক্লোরোকুইন দিতে নি’ষেধ করলো বিশ্ব স্বা’স্থ্য সং’স্থা।

এই একটি ফলে মা’রা যায় ম’রণব্যাধি ক্যা’ন্সারের জী’বাণু, কমায় চু’ল পড়া।

বাঙালি ব’উ নিয়ে আ’ফ্রিকান ফু’টবলারের সুখের সং’সার।