রম’জানের রো’জা পালন করা মানুষের জন্য ফরজ ইবাদাত।
কিছু কিছু কাজ রয়েছে যাতে রোজাদারের রোজা মাকরূহ হয়ে যায়।
এ সব কাজে রো’জাদারকে স’তর্ক থাকতে হবে। যে সব কাজে রোজা মাকরূহ হয়ে যায়; তা জানা আবশ্যক।
সং’ক্ষেপে তা তুলে ধরা হলো-খাবারের স্বাদ গ্রহণ প্রয়োজন ছাড়া কোনো খাবারের বা কোনো বস্তুর স্বা’দ
গ্রহণ করলে বা চিবালে রোজা মাকরূহ হয়ে যাবে। তবে মহিলারা
ত’রকারির লবন বা ঝাল পরখ করার জন্য জিহ্বা দিয়ে চেখে দেখতে পারবে।
তরকারির স্বা’দ পরীক্ষা করে তা ফে’লে দিতে হবে।থুতু বা তরল লা লা গিলে ফে’লা ইচ্ছা কৃ’তভাবে মুখের মধ্যে থুতু জমা করে তা
গিলে ফেললেও রোজা মাকরূহ হয়ে যাবে।
স্ত্রী’
কে আসক্তিসহ চুম্বনরোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা আলীঙ্গনের ফলে যদি বীর্জপাত হওয়ার সম্ভাবনা থাকলে; তাহলে এ অবস্থায়
স্ত্রী’কে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে রোজা মাকরূহ হয়ে যাবে।