বুধবার , ২৭ মে ২০২০ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

‘যে কোন দু’র্যোগে নিরাপদ দূ’রত্বে থাকাই বি’এনপির রা’জনীতি’- কাদের।

প্রতিবেদক
aasohan
মে ২৭, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

আ’ওয়ামী লী’গের সা’ধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি। তাদের রাজনীতি এখন আইসোলেশনে থাকে।বুধবার (২৭ মে) সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

ভি’ডিও বা’র্তায় মূলত তি’নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া সরকারের কার্যক্রমের সমালোচনা বক্তব্যের জবাব দেন।কাদের বলেন, ‘অসহায় জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যমে কথামালার ফুলঝুরি বর্ষণ তাদের জননিন্দিত হাতিয়ার।

দা’য়িত্বশীল রা’জনৈতিক দল হিসেবে কর্মহীন এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ধারে কাছেও তাদের দেশের জনগণ দেখেনি। তারা রাজনৈতিক আইসোলেশনের ছিল এবং আছে।’

তি’নি আ’রও ব’লেন, ‘লকডাউনের নামে দেশ ও জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টির অপকৌশল তাদের মনের কথা।

শে’খ হা’সিনা সরকার দক্ষতা ও সহযোগিতার সাথে অভিজ্ঞদের সাথে আলোচনা করেই জীবন ও জীবিকার সা’থে ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে।’

এ স’ময় মি’র্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা সবসময় ঝাঁঝালো কিছু শব্দ চাতুর্যের সঙ্গে বলে ফায়দা হাসিলের অপচেষ্টা করে।

মি’র্জা ফ’খরুল সা:হেব সমন্বয়হীনতার কথা বলে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছেন।’বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সরকার অর্থনৈতিক লোকসানের কথা জেনেও সাধারণ ছুটি ঘোষণা করেছে।

অর্থ’নীতির স্থি’তি ক্ষতি পুষিয়ে জনগণের কল্যাণে কয়েক স্তরে ঘোষণা করেছে প্রণোদনা প্যাকেজ। সাধারণ ছুটি তথা লকডাউন যে নামেই বলা হোক, এর উদ্দেশ্য হলো শারীরিক তথা সামাজিক দূরত্ব মেনে চলা।

সর’কার জ’নগণের সচেতনতার দুর্গ গড়ে তোলাকে দুর্যোগ মোকাবিলার অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করলেও মির্জা ফখরুল সাহেব সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার করছেন। বিএনপি’র রাজনৈতিক ভাবনা আজ লকডাউনে আটকে রয়েছে।

তা’রা স’রকারের কোনও ইতিবাচক প্রয়াস খুঁজে পান না।’কাদের বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন, হেল্পলাইন চালুসহ নানা উদ্যোগ নিয়েছে। এসবের কোনোটাই বিএনপি করতে পারেনি।

ত’বে কি দে’শের জনগণের প্রতি তাদের কোনও দায়িত্ব নেই।’দেশবাসীকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং মনে সাহস রাখতে হবে।

দু’র্যোগের এ অ’মানিশায় পাশে আছেন একজন শেখ হাসিনা, যিনি আলো হাতে আঁধারের কাণ্ডারি। তাই অন্ধকার সুড়ঙ্গ দেখে ভয় পাবার কোনো কারণ নেই। সুড়ঙ্গ শেষেই রয়েছে আশার আলো।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশঃ হাইকোর্ট

ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই :কাদের।

মোটরসাইকেল চুরির মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার।

ক’রোনা নিয়ে চীন দিলো সুখবর, ভ্যাকসিন পরীক্ষায় শতভাগ সাফল্য তাদের।

বাথ’রুমে ছাত্রীকে ধ’র্ষ’ণে ব্যস্ত প্রধান শিক্ষক, দেখে ফে’লে আরেক ছাত্রী।

আসছে ভ’য়াবহ আরও ১০ প্রা’কৃতিক দু’র্যোগ।

লাখে কত জন আক্রান্ত হলেই ওই এলাকা ‘রেড’ জোনে?জানতে বিস্তারিত পড়ুন।

আমার দেশে ইসলামের কোনো ঠাঁই নেই: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী।

জেনে নিন ক’রোনার হাত থেকে বাঁচতে বাড়ির যে জিনিস গু’লি জীবাণুমুক্ত করা জরুরি।

আ’সছে নতুন আ’ইন, মা বাবার সকল দা’য়িত্ব নিতে হবে স’ন্তানকে।

করো’নার ওষুধ স্বা’স্থ্যমন্ত্রীর কাছে হ’স্তান্তর, বি’না মূল্যে পাবে মা’নুষ।