জী’বনে ধনী হওয়ার স্বপ্ন সবাই দেখে। কেউ কেউ ধনী হওয়ার জন্য অনেক পরিশ্রমও করেন। সুখ বিলাস, স্বাচ্ছন্দ্যের জীবন পেতে ধনী হওয়া জরুরি।তবে প্রতিনিয়ত চেষ্টা করার পরও অনেকেই অর্থ-সম্পত্তির দেখা সেভাবে পায় না।এক্ষেত্রে শাস্ত্র বলছে, কয়েকটি লক্ষণ দেখলেই বোঝা যায় টাকা পয়সা আসতে চলেছে।
চ’লুন তবে জেনে নেয়া যাক সেই লক্ষণগুলো সম্পর্কে যা আপনাকে ধনী হওয়ার ইঙ্গিত দেবে-মানুষ নানা ধরনের স্বপ্ন দেখে থাকেন। তার মধ্যে সাপের স্বপ্ন অন্যতম। তবে সাপের স্বপ্ন দেখলেই যে আপনি ধনী হয়ে যাবেন রাতারাতি, তা নয় ! ধনী হওয়ার অন্যতম লক্ষণ হল সোনালী সাপের স্বপ্ন দেখা।কোনো সফরে যাওয়ার সময় যদি আপনি দেখেন যে রাস্তায় বাঁদর বা হনুমান রয়েছে, তাহলে জানবেন তা শুভ।
শা’স্ত্রজ্ঞদের মতে, এই লক্ষণ বোঝায় খুব দ্রুতই আপনি টাকা পয়সা পেতে চলেছেন কোনো জায়গা থেকে।হঠাৎ কোথাও যদি দেখেন নারকেল ফে’টে তার সাদা অংশ বেরিয়ে রয়েছে, বা কোনো সাদা হাঁস আপনার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন খুব শিগগিরিই আপনার ধন-সম্পত্তির পরিমাণ বাড়তে চলেছে।
স’কালে উঠে দুধ বা দই দেখে কোনো কাজে বের হওয়া মঙ্গলজনক। এতে শুভ ফল পাওয়া য়ায় বলে দাবি অনেকের।