প্রা’ণঘাতী করো’নাভাই’রাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাই’রাসের তা’ণ্ডবে দিশেহারা বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চল।এসব দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত (শুক্রবার সকাল সাড়ে ৮টা) আ’ক্রান্ত হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১০ জন। প্রা’ণ কেড়ে নিয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬২১ জনের।গোটা বিশ্বজুড়ে এক আতঙ্ক করো’নাভাই’রাস।
এ’ই আতঙ্কের মধ্যেও নির্ভাবনায় আছে ১২টি দেশ। কারণ, দেশগুলোতে এখনও মহামা’রী করো’নাভাই’রাস ছড়ায়নি। খবর আল জাজিরার।চলুন দেখে নেওয়া যাক বিশ্ব মানচিত্রের বুকে কোনও ১২ দেশে এখনও পৌঁছায়নি বিশ্বের ত্রাস হয়ে ওঠা এই ভাই’রাস।
১. কি’রিবাতি ২. মা’র্শাল আইল্যান্ড ৩. মাইক্রোনেসিয়া ৪. নাউরু ৫. উত্তর কোরিয়া ৬. পালাউ ৭. সামোয়া ৮. সলোমান আইল্যান্ড ৯. টেঙ্গো ১০. তুর্কমেনিস্তান ১১. ট্যুভালু এবং ১২. ভানুয়াতু।এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত এই তালিকায় ছিল ১৬টি দেশ।
তার মধ্যে ৪টি দেশে ছড়িয়ে পড়েছে করো’নাভাই’রাস।
স’বশেষ করো’না ছড়িয়ে পড়া দেশের তালিকায় রয়েছে—কমোরস, লেসোথো, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে ও তাজিকিস্তান।