স’ন্তান প্রসবের আগে ও পরে সব নারীরই খুব কঠিন সময় পার করতে হয়। কখনও কখনও কারও শা’রীরিক অবস্থা একটাই খা’রাপ হয় যে, স’ন্তান জন্মদানের সময় অনেক নারীর মৃ’ত্যুও হয়।
ত’বে সাম্প্রতিক সময়ে ভারতের এক প্রসূতি নারী যে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছেন তা খুব কম মানুষকেই হতে হয়েছে।স’ন্তান জন্মদানের আগে ও পরে তাকে মাইলের পর মাইল হেঁটে যেতে হয়েছে। স’ন্তান প্রসবের কয়েক ঘণ্টা পর সদ্যজাত শি’শুকে নিয়েই হাঁটা শুরু করে ১৬০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি।
স’ন্তান প্রসবের দেড় থেকে দু’ঘণ্টা পরেই আবারও হাঁটতে শুরু করেন তিনি। কারণ তাদের কাছে কোনো অর্থ ছিল না, কোনো যানবাহনও পাননি আর কেউ তাদের সাহায্য করতেও এগিয়ে আসেনি।এই অবস্থায় মধ্যপ্রদেশের চেক পয়েন্টে এক নারী কর্মকর্তা ওই পরিবারটির সাহায্যে এগিয়ে আসেন।
তি’নি জানিয়েছেন, ওই নারীর জন্য তিনি চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিয়েছেন।তিনি জানিয়েছেন, ওই শি’শুটির জন্ম হয়েছে গত ৫ মে। তারা এই চেক পয়েন্টে আসারও চারদিন আগে।