প্র’যু’ক্তির উন্নতিতে উন্নয়নের তা’লে তাল মেলাচ্ছে মানুষ৷ কিন্তু এই উন্নতির মধ্যেই লুকিয়ে রয়েছে ক্ষতিও। তেমনই একটি ছোট্ট উদাহ’রণ হল ‘ইয়ারফোন’, যা ফোনের বা ল্যাপটপের সঙ্গে ব্যবহার করেন অনেকে৷ইয়ারফোনের বেশি ব্যবহারে যে ৫টি ক্ষতি হচ্ছে আমাদের-কানে বায়ু চলাচলে অ’সুবিধা –ফোনে সরাসরি কান না রেখে অনেকেই ইয়ারফোন ব্যবহার করে থাকেন৷ এর দীর্ঘক্ষণ ব্যবহারে কিন্তু কানে বায়ু চলাচলে সমস্যা দেখা দিতে পারে এবং এর ফলে সংক্রমণ হতে পারে যা আপনার কানের ক্ষতি করবে৷
শ্র’বণশক্তি হ্রাস –পরীক্ষা করে দেখা গেছে ইয়ারফোনে ৯০ ডেসিবলের উপর শব্দ শুনলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে৷ শ্রবণশক্তি চিরতরের মতো হারিয়েও যেতে পারে এমনই অ’ভিমত অনেক বিশেষজ্ঞের। ১০০ ডেসিবলের ওপর মাত্র ১৫ মিনিট ইয়ারফোন ব্যবহার করলে শ্রবণশক্তি নষ্ট হতে পারে।শ্রবণশক্তির জড়তা –কিছু সমীক্ষায় দেখা যায়, যারা নিয়মিত ইয়ারফোন ব্যবহার করেন এবং তারা উচ্চ শব্দে মিউজিক শোনেন তাদের কানে জড়তা চলে আসে।
ম’স্তিষ্কের উপর বিরুপ প্রতিক্রিয়া –ইয়ারফোন থেকে একপ্রকার তড়িত-চুম্বকী’য় তরঙ্গের সৃষ্টি হয়, যার ফলে অধিক সময় ধরে ইয়ারফোনের ব্যবহার মস্তিষ্কের ক্ষতি করতে পারে বলে মনে করা হয়৷ইয়ারফোন ব্যক্তিগত থাকাই উচিত৷ কিন্তু অনেকেই তা বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে থাকে।
এ’তে কানে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই৷ তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে প্রত্যেককে৷উল্লেখ্য কম ভলিউমে ইয়ারফোন ব্যবহার করা উচিত তাও বেশীক্ষণ নয়৷ এবং রাস্তায় চলতে গিয়ে এসব ব্যবহার না করাই ভালো৷ আপনার সুরক্ষা আপনারই হাতে৷