প্রা’ণঘা’তী ক’রোনাভা’ইরাসেের তা’ণ্ডবে লাফিয়ে বাড়ছে মৃ’ত্যু ও আ’ক্রান্তের সংখ্যা। দেশে দেশে চলছে লকডাউন।
এ’খনো আবি’ষ্কার হয়নি এই ম’হামা’রীর কোনও প্রতিষেধক।যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্র এই ভাই’রাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করে আসছে। এতে বেশ চা’পেই রয়েছে বেইজিং। এর মধ্যে আশার বাণী শোনালেন দেশটির প্রে’সিডেন্ট শি জিনপিং।
বি’শেষজ্ঞরা বলছেন, ক’রোনাভা’ইরাসেের কার্যকর ভ্যাকসিন তৈরি করতে কমপক্ষে ১২ থেকে ১৮ মাস সময়ের প্রয়োজন। এমনকি এই ভ্যাকসিন আবি’ষ্কারে কয়েক বছরও লেগে যেতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যাকসিন আবি’ষ্কারে কয়েক বছরও লেগে যেতে পারে।
বি’শ্ব স্বাস্থ্য সংস্থার ওই অধিবেশনে শি জিনপিং বৈশ্বিক ২ বিলিয়ন মা’র্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। এই সহায়তা আগামী দুই বছর দেয়া হবে বলে জানান তিনি।গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রা’ণঘা’তী এই ভাই’রাস প্রথমবারের মতো শনাক্ত হয়।
এ’রপর মাত্র চার মাসের মধ্যেই বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া এই ভাই’রাস প্রা’ণ কে’ড়েছে ৩ লাখ ১৫ হাজারের বেশি। আ’ক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ২০ হাজার।