স’রকারি কাজে বা’ধা প্রদান ও স’রকারের নীতির ক’ঠোর সমালোচনা করার অভিযোগে সাতক্ষীরা জে’লা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বি’ষয়ক সম্পাদক, শ্যামনগর উপজে’লা আওয়ামী লীগের সদস্য জি,এম শফিউল আযম লেনিনকে আ’টক করেছে পুলিশ।
ম’ঙ্গলবার (১৯ মে) বেলা ৩ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ পুলিশ সার্কেল) জামিরুল ইসলাম জামির নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশ তাকে আ’টক করে ।তিনি গাবুরা গাইন বাড়ি গ্রামে মৃ’ত নওশের আলম গাইনের ছেলে ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
শ্যা’মনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, ঘুর্ণিঝড় মোকাবেলায় গাবুরায় স’রকারি কাজ চলাকালে তাতে বা’ধা প্রদান ও স’রকারের নীতির ক’ঠোর সমালোচনা করার অভিযোগে তাকে আ’টক করা হয়েছে। তার বি’রুদ্ধে মা’মলা প্রক্রিয়াধীন।আমিনুর রহমানের ছোট ছে’লে আরিফ প্রধান বলেন, বাবার অবস্থা এতটাই খা’রাপ ছিলো যে ঢাকায় নেওয়া যাচ্ছিল না।
তা’ই রংপুর ডেডিকে’টেড করো’না আইসোলেশন হাসপাতা’লে ভর্তি করি। এ ছাড়া প্রশাসন আমাদের ১৬ দিনের জন্য লকডাউনে রাখায় আম’রা হাসপাতা’লে বাবাকে রেখে চলে আসি। পালিয়ে এসেছি এটা ঠিক নয়।রংপুর ডেডিকে’টেড করো’না আইসোলেশন হাসপাতা’লের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী বলেন, চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরাম’র্শ দিলেও তারা এখানে ভর্তি করে দিয়েই চলে যায়।
প’রে আম’রা তাকে ঢাকায় পাঠাতে বার বার যোগাযোগ করলেও তাদের কোন সাড়া পাওয়া যায়নি।রংপুর ডেডিকে’টেড করো’না আইসোলেশন হাসপাতা’লের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী বলেন, চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরাম’র্শ দিলেও তারা এখানে ভর্তি করে দিয়েই চলে যায়। পরে আম’রা তাকে ঢাকায় পাঠাতে বার বার যোগাযোগ করলেও তাদের কোন সাড়া পাওয়া যায়নি।
বো’দা উপজে’লা নির্বাহী কর্মক’র্তা মো. সোলেমান আলী বলেন, করো’নায় আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করা ওই ব্যক্তির ম’রদেহ রংপুর থেকে বিশেষ ব্যবস্থাপনায় আনা হচ্ছে। ই’মামসহ একটি স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছেন তার দাফন কার্য সম্পন্ন করার জন্য।
খু’ব সতর্কতার সাথে তার দাফন কার্য সম্পন্ন করা হবে। এছাড়া ওই এলাকার ১৫ টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।