নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে রংপুর বিভাগীয় রিপোর্টার্স ফোরাম (আরডিআরএফ)। আরডিআরএফ সভাপতি সৈয়দ আতিক অনুমোদিত সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব স্বাক্ষরিত এক বার্তায় এ শোক জানানো হয়।
শোক বার্তায় আরডিআরএফ নেতৃবৃন্দ মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক আসলাম।
তিনি বেশ কয়েকদিন ধরে বাসায় জ্বর ও শ্বাসকষ্টসহ বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মধ্যে করোনার উপসর্গ দেয়া দেয়ায় গত সোমবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেয়া হয়। বুধবার তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।