কে এ’স এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে সাইকেল চড়ানোর কথা বলে ছয় বছর বয়সের এক শি’শু ধ’র্ষণের শি’কার হয়েছে। এ ঘটনায় ওই শি’শুর পিতা বা’দী হয়ে বুধবার (২০শে মে) শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেছেন। পুলিশ আ’সামি জামাল মিয়াকে আ’টক করেছে।এজাহার থেকে জানা যায়, ওই শি’শুর পিতা কাঠ মিস্ত্রীর কাজ করেন এবং মা মানুষের বাসায় কাজ করেন। শি’শুটি বাসায় একা থাকে।
গ’ত মঙ্গলবার দুপুরে ঐ এলাকার পূর্ব বিরাইমপুর বাস্তুহারা বস্তির মজিবুর রহমানের ছেলে জামাল মিয়া শি’শুটিকে সাইকেলে চড়ানোর কথা বলে সাইকেলে করে ভুরভুড়িয়া চা বাগানের ভেতর রাস্তায় নিয়ে গিয়ে ধ’র্ষণ করে।
প’রে শি’শুটি বাসায় এসে কেঁদে কেঁদে তার প্রতিবেশী এক ফুফুকে এ ঘটনাটি জানায়।শ্রীমঙ্গল থানার ওসি (আপারেশন) নয়ন কারকুন মুঠোফোনে আমাদের জানান, এ ঘটনায় মা’মলা হয়েছে। আ’সামিকে আ’দালতে পাঠানো হয়েছে। আর ওই শি’শুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জে’লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিটুডেস/এএনবি/ ২১ মে, ২০২০