২০১০ সা’লের কথা। শো’য়েব মালিক আর সানিয়া মির্জা যখন বি’বাহবন্ধনে আ’বদ্ধ হলেন, দুজনই ছিলেন নিজ নিজ দেশের অ’ন্যতম সেরা দুই খে’লোয়াড়।
শোয়েব পা’কিস্তানের ক্রি’কেটে আর সা’নিয়া ভা’রতের টে’নিসে এখনও বড় নাম।
এই তারকা দ’ম্পত্তির বিয়ের দ’শ বছর পার হতেচলল। ২০১৮ সালের অ’ক্টোবরে জন্ম নেয়া একমাত্র স’ন্তান ই’জহানকে নিয়ে দারুণ সুখী সং’সার তাদের।
এ’মন সু’খী দা’ম্পত্যের রহস্য কি? সানিয়া জানালেন, দুজনের মধ্যে যে আর দ’শজন স্বা’মী-স্ত্রীর মতো কথা কাটাকাটি হয় না, তা না।
তবে শো’য়েবের কম কথা বলার স্বভাবটাই ঝগড়াটা আর বড় হতে দেয় না।
পা’কিস্তানি ক্রী’ড়া উ’পস্থাপক জয়নব আ’ব্বাসের সঙ্গে আ’লাপচারিতায় নানা প্র’সঙ্গ উঠে আসে দু’জনের সংসারের।
সা’নিয়া বলেন, ‘যখন আমরা কথা বলতে থাকি, সে খুব একটা বলে না।
বি’শেষ করে যখন আ’মাদের মধ্যে কোনো ত’র্কাতর্কি বা এমন কিছু হয়, সে চুপ করে থাকে।
আমার মনে হয় কিছু ভে’ঙে ফেলি, কা’রণ ব্যা’পারটা এমন দাঁ’ড়ায়-তুমি কি কিছু বলে এটা শেষ করবে?
নাকি এখানেই আ’টকে থাকবে!’শো’য়েবের এমন শা’ন্ত স্ব’ভাব অনেক সময় বিরক্তি লাগিয়ে দেয় সা’নিয়ার।
ভা’রতীয় টে’নিস সু’পারস্টার বলছিলেন, ‘আমি এমন এ’কজন যে এটা (তর্ক) চা’লিয়ে যেতে চাই আর সে এ’কজন মানুষ যার ভাবটা এমন-আমরা পরে এটা নিয়ে ধী’রেসুস্থে কথা বলব।
সে তার ফো’নের দিকে তাকিয়ে থাকে। আ’মিই শুধু বলতে থাকি।
এই ব্যাপারটা আমার ভী’ষণ অপছন্দ, আমি এটা নিতে পারি না।
’সা’নিয়ার কোন দিকটা শোয়েব মা’লিক অ’পছন্দ করেন? ভা’রতীয় টেনিস তারকা জা’নালেন, ‘আমার মনে হয়, আ’মি খুবই অ’ধৈর্য।
স’ম্ভবত আমার এই জিনিসটা সে স’বচেয়ে বেশি অ’পছন্দ করে।’