সা’বেক রা’ষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবা’দী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা লে. জেনারেল জিয়াউর রহমানের ৩৯তম মৃ’ত্যুবার্ষিকী আজ।১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বি’পদগামী সে’না সদস্যের হা’তে নি’হত হন তিনি।এদিকে জিয়াউর রহমানের মৃ’ত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাণী দিয়েছেন বিএনপি’র মহাস’চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সা’বেক এই রাষ্ট্র’পতির মৃ’ত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্নদুপুর ১টায় অ’সহায় ও দুস্থদের মাঝে জিয়াউর রহমান ফা’উন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ ও বিকাল ৩টা ৩০ মিনিটে একটি ভার্চুয়াল আলোচনা সভা হবে।
বিএনপি ক’মিউনিকেশনের ফেইসবুক পেজ থেকে এ সভা সরাসরি সম্প্রচার করা হবে।পা রাখারও জায়গা নেই ফেরিতে, কর্মস্থলে ফেরা মানুষের ঢল
শনিবার (৩০ মে) সকাল থে’কে শিমুলিয়া ফেরিঘাটে ভিড় লেগে আছে ঢা’বকায় কর্মস্থলে ফেরা মানুষের। ভোরের আলো ফুটতেই ঘাটে আসতে শুরু করেছেন লোকজন।ল’ঞ্চ, স্পি’ডবোট, ট্রলার বন্ধ থাকায় ফেরিই এখন একমাত্র অবলম্বন।
তাই গা’দাগাদি ক’রে হা’জার হাজার মানুষ ফেরিতে করেই পদ্মা পাড়ি দিচ্ছেন।এছাড়া গাদাগাদি করে ৪-৫ গুণ বেশি ভাড়ায় সিএনজি, অটো, মোটরসাইকেল, পিকাপ, ট্রাক, ছোটগাড়ি কিংবা মাইক্রোবাস ভা’ড়া করে গন্তব্যে রওয়ানা দিয়েছেন যাত্রীরা।
এর বাইবরে ব’ড় ঝুঁ’কি নিয়ে ট্রাকেও যাত্রী বহন করা হচ্ছে। এরপরও আবার বিপত্তি ঘটায় ট্রাফিক পু’লিশ। ব্যক্তিগত গাড়ি ছাড়া ভাড়ার গাড়ি চলাচলে সরকারি নি’ষেধাজ্ঞা থাকায় তারা ভাড়ার গাড়িগুলো আ’ট’কে দেয়। এ’তে যা’ত্রীরা ভ’য়াবহ যানবাহন সংকটে পড়ে।বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট ম্যানেজার সাফায়েত হোসেন বলেন, ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যা’নবাহন পার করা হচ্ছে। আম’রা চেষ্টা করছি।
যা’ত্রীরা সা’মাজিক দূ’রত্ব বা স্বাস্থ্যবিধি কোনোটাই মানছেন না। যেন কার আগে কে ফেরিতে উঠবে এই প্রতিযোগিতায় ব্য’স্ত।মা’ওয়া নৌ পু’লিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির বলেন, স্পিডবোট কিংবা ট্রলার পদ্মায় চলছে না। আম’রা সতর্ক পাহারায় আছি।
সা’র্বক্ষণিক ন’দীতে অ’ভিযান চলছে। শনিবার সকাল থেকে ঢা’কামুখী যাত্রীর ঢল নামে। ব্যক্তিগত গাড়ি ছাড়া ভাড়ার গাড়ি চলাচল নিষেধ থাকায় আম’রা বেশ কিছু মাইক্রোবাস ও প্রাইভেট’কার জ’ব্দ করেছি।