আট বছরের ফিলিস্তিনি কন্যা শি’শু মালিক ইসাকে লক্ষ্য করে গু’লি ছু’ড়েছে একজন ই’সরায়েলি পুলিশ-এতে শি’শুটি বাম চোখে মা’রাত্মক আ’ঘাত পেয়েছে। গত সপ্তাহের শেষে ফিলিস্তিনি রাজধানী অধিকৃত জেরুসালেমের আল-ইসাওয়াইয়া শহরে এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই আ’ক্রান্ত শি’শুটিকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসক তার চক্ষু উপড়ে ফেলার নির্দেশ দেন। ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম আল কুদস জানায়, ঘটনার পর থেকে এই পর্যন্ত ই’সরায়েলি পুলিশের তরফ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি।
বিনা কারণে স্কুল থেকে ফেরার পথে শি’শুটির ও’পর কেন রাবার বু’লেট ছোড়া হল- এবি’ষয়ে কারও নিকটই পরিস্কার ধারণা নেই। বেস’রকারি একটি ইনফরমেশন সেন্টারকে মালিক ইসার পিতা বলেন, এই ঘটনায় আমরা ভে’ঙে পড়েছি।
ডা’ক্তার মালিকের বাম চোখ উপড়ে ফেলার পরামর্শ দিয়েছেন। আর এটা ছাড়া আমাদের সামনে ভিন্ন কোন উপায় নেই। চোখটি ফুলে গেছে, এর ভিতরে মা’রাত্মক জ’খমের সৃষ্টি হয়েছে। ডাক্তার বলেছেন, চক্ষু উপড়ে ফেলা না হলে আরও ভ’য়ঙ্কর কিছু ঘটার আ’শঙ্কা রয়েছে- যে সমস্যাডাক্তার মালিকের বাম চোখ উপড়ে ফেলার পরামর্শ দিয়েছেন। আর এটা ছাড়া আমাদের সামনে ভিন্ন কোন উপায় নেই। চোখটি ফুলে গেছে, এর ভিতরে মা’রাত্মক জ’খমের সৃষ্টি হয়েছে।
ডা’ক্তার বলেছেন, চক্ষু উপড়ে ফেলা না হলে আরও ভ’য়ঙ্কর কিছু ঘটার আ’শঙ্কা রয়েছে- যে সমস্যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে পারে।তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু আরবির এক প্রতিবেদনে জানানো হয়, শি’শুটির ডান চোখও আ’শঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছে। মস্তিষ্কে সং’ক্র’মণ থেকে বাঁচতে সেটাও উপড়ানো লাগতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন।
ত’বে মালিক ইসার পিতা চিকিৎসককে অনুরোধ করেছেন যেভাবেই হোক অন্তত তার একটি চোখ ভাল করার চেষ্টা করার, যাতে সে পৃথিবীর আলো থেকে বঞ্চিত না হয়।
মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে পারে।