পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রী শ্যালিকাকে অ’পহরণের পর ধ’র্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রে’ফতার করেছে পুলিশ। বরগুনার আমতলীতে পরীক্ষায় ফেল করানোর ভ’য় দেখিয়ে ছাত্রীকে ধ’র্ষণ মা’মলায় গ্রে’ফতার হয়েছেন শিক্ষক।
এ ছা’ড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের শি’শু, সাতক্ষীরার গোবিন্দকাটিতে তৃতীয় শ্রেণির ছাত্রী, বগুড়ার সারিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রী এবং শরীয়তপুরের ডামুড্যা উপজে’লায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধ’র্ষণের শি’কার হয়েছে।মা’মলা সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে গত ১২ মার্চ স্কুলে যাওয়ার পথে তার দুলাভাই ফেরদৌস শেখ অ’পহরণ করে।
এ’রপর বিভিন্ন স্থানে আ’টকে রেখে মেয়েটিকে ধ’র্ষণ করে ফেরদৌস। শুক্রবার রাতে মা’মলার পর পুলিশ মেয়েটিকে উ’দ্ধারসহ অ’ভিযুক্তকে গ্রে’ফতার করে।স্থানীয় সূত্রে জানা যায়, বছর ছয়েক আগে ফেরদৌসের সঙ্গে ওই ছাত্রীর বড় বোনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যাস’ন্তান হয়।
স’ন্তানের বয়স যখন দু’মাস তখন বড় বোন অন্য একটি ছেলের সঙ্গে পা’লিয়ে যান এবং তাকে বিয়ে করেন। সেই ক্ষো’ভ থেকেই ফেরদৌস এ ঘটনা ঘটিয়েছে। নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (ত’দন্ত) মো. জাকারিয়া জানান, শনিবার ফেরদৌসকে আ’দালতের মাধ্যমে জে’লহাজতে পাঠানো হয়েছে।