শ’নিবার (৩০ মে) থেকে শেষ হচ্ছে ক’রোনাভা’ইরাসেের কারণে স’রকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি। এ ছুটির অবসানের ফলে আগামীকাল ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স’রকারি নি’র্দেশনা সা’পেক্ষে সীমিত পরিসরে স’রকারি-বেস’রকারি অফিস খুলছে।
একই স’ঙ্গে স্বা’স্থ্যবিধি মেনে নামছে গণপরিবহনও (বাস, লঞ্চ, ট্রেন)।সীমিত পরিসরে সড়কে গণপরিবহন চালুর ক্ষে’ত্রে ক’রোনা সুরক্ষায় ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় ও তৎপর থাকবে বাংলাদেশ পুলিশ।
সী’মিত পরি’সরে স’ড়কে গণপরিবহন চালুর ক্ষেত্রে করোনা সুরক্ষায় ও আ’ইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় ও তৎপর থাকবে বাং’লাদেশ পুলিশ।এই সার্বিক পরিস্থিতি বি’বেচনায় স’রকার জনস্বার্থে গণপরিবহন সীমিত আকারে চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন করে ছুটিও বাড়ানো হয়নি।
এর ফ’লে জ’নগণের চলাচল বেড়ে যাবে, গণপ’রিবহনে অধিক হারে চলাচল শুরু হবে।’পুলিশের এ ক’র্মকর্তা বলেন, ‘তবে এটা সত্য যে, বর্তমান পরিস্থিতিতে যখন সব মানুষের চলাফেরা বেড়ে যাবে, তখন এটি আমাদের জন্য অনেক অনেক বে’শি চ্যালেঞ্জিং হবে।
বাং’লাদেশ পু’লিশ সর্বোচ্চ চেষ্টা করবে যাতে গণপরিবহন ও সাধারণ মানুষ স’রকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে তা য’থাযথভাবে মেনে চলাচল করে। পুলিশের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না।’
জ’নসাধারণের সা’র্বিক সহ’যোগিতা প্রত্যাশা করে সোহেল রানা বলেন, ‘এ’ক্ষেত্রে জ’নসাধারণের ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ছাড়া আমাদের যে লক্ষ্য সেটি অর্জন করা সহজ হবে না।’