হ’ঠাৎ করেই রাজধানীর বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথে চে’কপোস্ট তুলে নিয়েছে পু’লিশসহ অনান্য আ’ইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের বাড়ি ফিরতে পারবেন মানুষ। তবে শ’র্ত হচ্ছে, পরিবহন হতে হবে নিজস্ব।বৃহস্পতিবার সরকারের নীতিনির্ধারণী মহলের পক্ষ থেকে পু’লিশ সদরদফতরকে
মৌখিক ভাবে এমন নির্দেশনা দেয়া হয়। এমন নির্দেশনা পাওয়ার পর পু’লিশ সদর দফতর সংশ্লিষ্ট পু’লিশ অফিসারদের বিষয়টি অবগত করে।নির্দেশনায় বলা হয়েছে,
ছুটিতে জ’রুরি কাজের জন্য কেউ যদি গ্রামের বাড়ি ফিরতে চায় তাহলে পু’লিশ যেন তাদের অনুমতি দেয়। তাদের যেন খুব বেশি হয়’রানি বা প্র’শ্নোত্তরের শিকার হতে না হয়। তবে গণপরিবহন চলবে না।
ঢাকা মে’ট্রো’পলিটন পু’লিশের (ডিএমপি) দু’ইজন অ’তিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গণ’মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।