হ’বিগঞ্জের চু’নারুঘাট উপজেলা শহরের মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় একটি মার্কেটের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (২৯ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগুন লাগার ঘ’টনাটি ঘটে। এ সময় আগুন নিভাতে গি’য়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। খ’বর পেয়ে ফা’য়ার সার্ভিসের লোকজন দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থা’নীয় সূ’ত্রে জা’না যায়, উপজেলার মধ্যবাজারে কাদির মিয়ার মার্কেটের একটি দোকানে আগুন দেখে লোকজন চিৎকার করে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে শা’য়েস্তাগঞ্জ থে’কে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ত’তক্ষণে ১২টি দো’কান পুড়ে ছাই। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল কসমেটিক্স, মোবাইল পার্টস ও ভেরাইটিজ স্টো’রসহ অন্যান্য মালমাল। তবে আ’গুন লাগার সূত্রপাত জানতে পারেনি ফায়ার সার্ভিসের লোকজন।
ফা’য়ার সা’র্ভিসের কর্মী হাবিবুর রহমান জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফা’য়ার সার্ভিসের দু’টি ইউনিটের সদস্যরা।চু’নারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে প্রা’থমিকভাবে ক্ষয়’ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।