প’ঞ্চগ’ড়ের বো’দা উপজে’লার সাকোয়া ইউনিয়নের সা’বেক চে’য়ারম্যান আ’মিনুর রহমান প্র’ধানের (৬৫) ক’রোনা শ’নাক্ত হলে র’বিবার রাতে বি’শেষ ব্যব’স্থাপনায় জে’লা স্বা’স্থ্য বি’ভাগ তা’কে ঢাকা মে’ডিক্যাল কলেজে পা’ঠানোর উ’দ্যোগ নেয়।
ক’রোনা ছাড়াও সা’বেক ওই চে’য়ারম্যান কিডনি স’মস্যাসহ বিভিন্ন রো’গে ভু’গছিলেন।
জানা যায়, শু’রুতে তার ছে’লেরা ঢা:কায় নিয়ে যা’ওয়ার ব্যাপারে আপত্তি জানায়।
পরে তার অ’বস্থার আরও অবনতি হলে তাকে চা’পে পড়ে ঢাকায় নিতে রাজি হয় তারা।
রবিবার রাতেই স্বা’স্থ্য বিভাগের ত’ত্ত্বাবধানে বিশেষ ব্য’বস্থাপনায় অ্যা’ম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল তাকে। কিন্তু রংপুরে পৌঁ’ছাতেই তার ছোট ছেলে আ’রিফ জো’র করে তার বাবাকে রংপুর ডে’ডিকে’টেড ক’রোনা আইসোলেশন হাসপাতালে নিয়ে যায়।
অবস্থা আ’শঙ্কাজনক দেখে সে’খানকার চি’কিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বার বার অ’নুরোধ করলেও স’ন্তানদের রাজি করাতে পা’রেননি বলে জানিয়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা হাসপাতালে আ’মিনুর রহমানকে ভর্তি করেই পা’লিয়ে যায়।
অ’বস্থা আ’শঙ্কাজনক দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বার বার অনুরোধ করলেও স’ন্তানদের রাজি করাতে পারেননি বলে জা’নিয়েছে ওই হা’সপাতাল কর্তৃপক্ষ। পরে তারা হাসপাতালে আমিনুর রহমানকে ভর্তি করেই পা’লিয়ে যায়।
মঙ্গ’লবার সকালে ওই হাসপাতালে চি’কিৎসাধীন অবস্থায় মা’রা যান আমিনুর রহমান।
স’ন্তানদের অবহেলার কারণেই সাবেক ওই ইউপি চে’য়ারম্যানের মৃ’ত্যু হয়েছে বলে দাবি করেন হাসপাতাল ক’র্তৃপক্ষ। এমনকি শুরুতে তার স’ন্তানরা রংপুরেই তাকে দাফন দাবি জানায়।
অ্যা’ম্বুলেন্স চা’লক মো’হাম্মদ রনি বলেন, আমরা ওই ক’রোনা রো’গিকে ঢাকা মে’ডিক্যাল ক’লেজ হা’সপাতালে নিয়ে যা’চ্ছিলাম।
কিন্তু রংপুর যাওয়ার পরই তার ছেলেরা জো’র করে রংপুর ডেডিকে’টেড ক’রোনা আ’ইসোলেশন হাসপাতালে নিয়ে যেতে বা’ধ্য করে।
কতারা সে’খানে ভর্তি করে যে যার মতো চলে যায়। আমাদের কিছু করার ছিল না।পঞ্চগড় সি’ভিল সা’র্জন ডা. মো. ফজলুর রহমান বলেন, আমরা ক’রোনা আ’ক্রান্ত ওই রো’গীর শা’রীরিক অবস্থা দেখে শ’নাক্ত হওয়ার বি’ষয়টি নিশ্চিত হওয়ার মাত্রই তাকে ঢাকায় পা’ঠানোর ব্যবস্থা করি।
কিন্তু তার ছেলেরা জো’র করে তাকে রংপুর ডেডিকে’টেড ক’রোনা আ’ইসোলেশন হাসপাতালে ভর্তি করে। এটা তারা ঠিক করেনি।
কারণ ওই হাসপাতালে কেবল মাত্র ক’রোনার চিকিৎসা করা হয়। কিডনির চিকিৎসা ও ডায়ালেসিসি করার সুযোগ নেই।
রংপুর ডেডিকে’টেড ক’রোনা আ’ইসোলেশন হা’সপাতালের ত’ত্ত্বাবধায়ক ডা. এসএম নূ’রুন নবী বলেন, চি’কিৎসকরা তাকে ঢা’কায় নিয়ে যা’ওয়ার প’রামর্শ দিলেও তারা এখানে ভর্তি করে দিয়েই চলে যায়।
পরে আমরা তাকে ঢা’কায় পা’ঠাতে বার বার যো’গাযোগ করলেও তাদের কোন সাড়া পাওয়া যায়নি।
বোদা উ’পজে’লা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আ’লী বলেন, ক’রোনায় আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করা ওই ব্যক্তির ম’রদেহ রং’পুর থেকে বি’শেষ ব্য’বস্থাপনায় আনা হচ্ছে।
ই’মামসহ একটি স্বে’চ্ছাসেবক দল প্রস্তুত রয়েছেন তার দা’ফন কার্য স’ম্পন্ন করার জন্য। খুব স’তর্কতার সাথে তার দা’ফন কার্য স’ম্পন্ন করা হবে।
এছাড়া ওই এ’লাকার ১৫ টি বাড়ি ল’কডাউন করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।