যু’ক্তরাজ্যের সমা’রসেটের টওনটনের বাসিন্দা ৬৯ বছর বয়সী লিন কিচ নিজে’র বাগানে উৎপাদিত সবজি পরি’ষ্কার ক’রতে গিয়ে খুঁজে পেয়েছেন ১২ বছর আগে হারিয়ে যাওয়া আংটি।আংটিটি হারিয়ে ফে’লে ছিল তাদের কন্যা।
এ’ই দম্পতি মনে করছেন গাজরটি আংটিটির ভেতর দিয়েই বেড়ে উঠেছে। লিন কিচ বলেছেন কোটিতে একবার এমন ঘ’টনা ঘ’টে।তিনি বলেন, ‘ডেভ (তার স্বামী) গাজরগুলো মাটি খুড়ে বের করেছিলো। এবং তারপর সে এগুলো পেছনের দরজার বাইরে রেখে যায়।
আ’মি এগুলো থেকে সবুজ অংশ গুলো ছেটে ফেলি এবং গাজরগুলো ধোয়ার সময় বলে উঠি, এটা কি! হার ইশ্বর! এটাতো আমা’র আংটি!’