রবিবার , ৩১ মে ২০২০ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনিয়ম ও দূর্ণীতি
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আপডেট
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লোসিভ
  10. কিশোরগঞ্জ
  11. কৃষি
  12. খুলনা বিভাগ
  13. খেলাধুলা
  14. গাজীপুর
  15. গাজীপুর জেলা

১৪০০ বছর পরও এখনো এই মাজার থেকে পানি বের হচ্ছে।

প্রতিবেদক
aasohan
মে ৩১, ২০২০ ৮:৪২ পূর্বাহ্ণ

পৃ’থিবীতে এক অ’লৌকিক মাজার হযরত আব্বাস আলামদার (রা:) এর। উনি কারবালার ময়দানে শ’হিদ হয়েছিলেন।তার মাজার থেকে অনবরত পানি বের হচ্ছে।

ই’রাকের কার’বালায় ইমাম হুসাইন (রা:) এর মা’জারের থে’কে ৩০০মিটারের মত দূরে অবস্থিত। ইমাম হুসাইন (র) এর আ’ওলাদ, শি’শু আলী আজগরের জন্য পানি আনতে গিয়ে কারবালার প্রা’ন্তরে, কু’খ্যাত এয়াজিদ বা’হিনীর হাতে, শহীদ হলেন হযরত আব্বাস অালান্দার (র)।

কা’রবালার প্রা’ন্তর যখন চারদিকে অ’বরুদ্ধ করে রেখেছে এয়াজিদ বাহিনী, এমনকি ফোরাত নদীও। এদিকে রা’সূলে পাকের আওলাদের তাঁবুতে একফোঁটা পানিও নেই। কচি কচি শি’শুরা পানির জন্য ছটফট করে যাচ্ছে।

ই’মাম হু’সাইন (র) এর, ছয় মাসের দুধের শি’শু আলী আজ’গরের অ’বস্থা আরো করুন।তারপরও তিনি মশকটি চ’রম ক’ষ্টে দাঁতে কা’মড়ে ধরে ছুটে চললেন।

বী’র আ’ব্বাসের এই বীরত্ব দেখে যালিম এয়াজিদিদের আ’র সহ্য হলোনা , তারা এক সাথে ঝাঁ’পিয়ে পড়ে হ’যরত আব্বাসকে শহীদ করে দিলেন।

এ’দিকে পা’নির জ’ন্য ছটফট করতে থাকা দুধের শি’শু হযরত আজগরের জন্য পানিও আর হলোনা।

আ’র এ’ইটা হল,কা’রবালার ময়দানে, পানির পিপাসায় শহীদ গনের মধ্যে অন্যতম, সেই শহীদ ” হযরত আব্বাস আলান্দার (র:)” এর মাজার শরীফ, (ইরাক) যার মাজার থেকে, সেই দিন থেকে এখনো পর্যন্ত, দিবা রাত্রী, অলৌকিক ভাবে পানি বের হচ্ছে।

সর্বশেষ - স্বাস্থ্য

আপনার জন্য নির্বাচিত